খুঁজুন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২

১৫ বছরেও হয়নি স্কুল সরকারীকরণ, ৫ শিক্ষকের মানবেতর জীবন

ফরিদগঞ্জে এক স্কুল সরকারী করতে হাইকোর্টের নির্দেশের পরও

মনিরুজ্জামান বাবলু
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
ফরিদগঞ্জে এক স্কুল সরকারী করতে হাইকোর্টের নির্দেশের পরও

১৫ বছরেও স্কুল সরকারীকরণ না হওয়ায় বিনা বেতনে পাঠদান করে মানবেতর জীবন কাটছে পাঁচ শিক্ষকের। ২০১৩ সালে চাঁদপুরের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণ হলেও রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের গ্যাঁড়াকলে আটকে যায় চাঁদপুরের ফরিদঞ্জের একটি বেসরকারী বিদ্যালয়।

বিদ্যালয়টি জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের ত্রিদোনা রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। চার কক্ষ বিশিষ্ট টিনসেডে ১৬২ শিক্ষার্থী আর ৫ শিক্ষক নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। গেল ১৯৯৩ সালে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হয় বিদ্যালয়টি।

২০১৩ সালে দ্বিতীয় ধাপে বিদ্যালয়টি সরকারীকরণের খবরে বেজায় খুশি হওয়া শিক্ষক ও গ্রামবাসী এখন হতাশাগ্রস্থ। সুকৌশলে তৎকালীন আওয়ামীলীগ নেতারা একই সালে বিদ্যালয়বিহীন এলাকা দেখিয়ে ১৫শ প্রকল্পের আওতায় একটি ভবন নেন ত্রিদোনা গ্রামে। তারপর শুরু হয় গ্রামে থাকা একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি সরকারীকরণের ষড়যন্ত্র।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। ২০ বছর ধরে সরকারীকরণের আশায় এই বিদ্যালয়ে পাঠদান করে আসছেন। স্বামী আর ৪ সন্তান নিয়ে চলছে মানবেতর জীবন। চাকরী জীবনের শেষ প্রান্তে এসে বিদ্যালয়টি সরকারীকরণ দেখে যাওয়া তার স্বপ্ন। তার মতো বাকী চার শিক্ষকও ২০১৩ সাল থেকে অপেক্ষার প্রহর গুণছেন।

বিদ্যালয়ে গিয়ে কথা হয় প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্ল্যাহ ভূঁইয়ার সাথে। তিনি বিদ্যালয়টি সরকারীকরণে বাঁধা প্রসঙ্গে বলেন, হাইকোর্টে ২০১৯ সালে তাদের একটি আবেদনের প্রেক্ষিতে বেসরকারী বিদ্যালয়টি ও পাশ্ববর্তী ত্রিদোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে একীভূত করা এবং ৫ শিক্ষককে আত্মীয়করণের নির্দেশ দেন। রায়ের আট বছরেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অদৃশ্য কারণে এখনো তাদেরকে একীভূত করেনি।

প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্ল্যাহ ভূঁইয়া আরো জানান, স্কুলটি সরকারীকরণে উপজেলা, জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের সুপারিশ থাকা স্বত্বেও মন্ত্রণালয়ে ফাইলটি বন্দি হয়ে আছে। দ্রুত বিদ্যালয়টি জাতীয়করণ ও শিক্ষকদের সরকারীকরণে প্রয়োজনীয় নির্দেশনা ও পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করেন তিনি।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, সবশেষ ২০২৩ সালে বিদ্যালয়টি হাইকোর্টের নির্দেশনুযায়ী একীভূত করতে প্রাথমিক র্শিক্ষা অধিদপ্তরে সুপারিশ প্রেরণ করেন।

চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

আলোকিত চাঁদপ্রু ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে টৃথক অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে।

এর মধ্যে ২৪ এপ্রিল দিনগত রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলাল (২২) ও মাসুদ (২৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।

একই রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর নামক স্থান থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল।

একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি সাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও একটি চাপাতি।

অপরদিকে ২৫ এপ্রিল দিনগত রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে উপজেলার কাশারা নামক স্থান থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দ মাদকদ্রব্য, গ্রেপ্তার মাদক কারাবির এবং কিশোর গ্যাং সদস্যদের স্ব স্ব থানায় পরিবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

মতলবে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
মতলবে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহলরত অবস্থায় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের নিকট দুইজন অপরিচিত ব্যাক্তিকে সন্দেভাজন চলাফেরা করায় তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ব্যাগটি ফেলে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ গিয়ে সেখানে তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি, যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ছিল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন খান।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৮০ জন নবীন সংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করেন।