চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহলরত অবস্থায় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের নিকট দুইজন অপরিচিত ব্যাক্তিকে সন্দেভাজন চলাফেরা করায় তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ব্যাগটি ফেলে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ গিয়ে সেখানে তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি, যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ছিল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.