বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ


চাঁদপুর সদরের জনবহুল এলাকা বহরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ। আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাওলানা বাকি বিল্লাহ, নান্নু হাজি, সামাদ ডাক্তারসহ দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে সালাম ও সহমর্মিতা জানান। একই সাথে জেলা সভাপতি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি চাঁদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে কার্যকর উদ্যোগগ্রহণেরও অনিরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা কেএম ইয়াসিন রাশেদ সানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ, সদর উপজেলা সহ-সভাপতি সাদ্দাম হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ তানজিল আহমদ, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান, সহ-সভাপতি হাফেজ মাওলানা রিয়াজ আহমাদ, সেক্রেটারি মনির হোসাইন দেওয়ানসহ ইউনিয়ন, ওয়ার্ড ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন