কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন


“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এ প্রতিপাদ্যে কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কচুয়া শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি, মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো.কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল, কচুয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ আহসান উল্ল্যা চৌধুরী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
আলোচনা শেষে বিদ্যালয়ের মাঠে কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল এর নেতৃত্বে ভুমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার উপর একটি মহড়া প্রদর্শন করা হয়।
এসময় এনজিও, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন