ফরিদগঞ্জের রূপসায় ভারতের জৈনপুরী পীরের আগমন


বিশিষ্ট পীরে কামেল আলহাজ্ব মাওলানা মরহুম কেরামত আলী জৈনপুরী এর নাতী, শাহ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা মরহুম মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী জৈনপুরীর জামাতা, মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী জৈনপুরী ভারত থেকে বাংলাদেশের চাঁদপুরে আগম করেছেন। তাঁর আগমন উপলক্ষে ঐতিহ্যবাহী রূপসায় জৈনপুরীর খানকায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টম্বর) দিবাগত রাতে সৈয়দ খান বাহাদুর নাসির উদ্দিন আহমেদ, সৈয়দা তহুরুর নেছা, খান বাহাদুর আবদুল লতিফ ওয়াকফ্ফ এস্টেট এর মোতায়াল্লী রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে বাদ মাগরিব আলোচনা রাখেন রূপসা জমীদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুর রহমান।
বাদ এশায় তাশরিফ আনেন ভারতের জৈনপুরী পীর মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী। এ সময় তিনি উপস্থিত জনতাকে কোরআন সুন্না আকড়িয়ে ধরার আহ্বায়ন করেন, হকের উপর অটল থাকার জন্য নসিহত করেন। বিশেষ করে নামাজের গুরুত্ব তুলে ধরেন। কোনো অবস্থাতে নামাজ না ছাড়ার অনুরোধ করেন।
তিনি বলেন, যার নামাজ ঠিক হয় তার সব ঠিক হয়ে যায়। যার নামাজ হয়না তার কিছুই হয় না।’ সবশেষে তিনি মিলাদ কেয়াম করে দেশ এবং মানুষের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপসা আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ মহিদুর রেজা চৌধুরী, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আজিম, বিএনপি নেতা রবিউল ইমাম বাবু, যুবদল নেতা ফারুক খান, রূপসা আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।
ক্যাপশন : ফরিদগঞ্জের রূপসায় ভারতের জৈনপুরী পীর মাওলানা মোহাম্মদ শোহেব আহমদ সিদ্দিকী বয়ান রাখছেন।
আপনার মতামত লিখুন