ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সমাজসেবা সম্পাদক নূরনবী

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছে চাঁদপুরের নূরনবী আহমেদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ জন সদস্য কে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হয়।
এতে সহ-সভাপতি পদে সানাউল্লাহ হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রজব সালমান খান, আইন বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হক আকাশ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম হাবিবুল্লাহ মেজবা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা, সহ-সমাজসেবা সম্পাদক নূরনবী আহমেদ, কার্যকরী সদস্য পদে মারুফ হাসান রিদয়কে যুক্ত করা হয়।
নূরনবী আহমেদ চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়ে চাঁদপুর জেলায় ছাত্র অধিকার পরিষদকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে সকলের দোয়া ও সহযোগিতা চান তিনি।

আপনার মতামত লিখুন