খুঁজুন
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২

দেবী কালীর আরাধনায় আলোকিত চাঁদপুর শহর

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
দেবী কালীর আরাধনায় আলোকিত চাঁদপুর শহর

উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব-শক্তি, সময় ও রূপান্তরের প্রতীক শ্রী শ্যামা বা কালী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে চাঁদপুরে। শাস্ত্রমতে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর আবির্ভাব ঘটে, যিনি অসুর বিনাশ করে শুভ শক্তির জয় নিশ্চিত করেন।

সোমবার শহরের মুন্সেফপাড়া এলাকায় প্রথমবারের মতো এ পূজার আয়োজন করেছে শ্রী পূজারী সংঘ। আয়োজকরা জানান, এবারের আয়োজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে নতুন উৎসাহ ও ভক্তির সঞ্চার করেছে।

হিন্দু শাস্ত্রমতে দেবী কালী হলেন শক্তি, সময় ও রূপান্তরের প্রতীক। তিনি অজ্ঞান ও অন্ধকারকে দূর করে জ্ঞান, আলো ও ন্যায়ের প্রতিফলন ঘটান। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে তাঁর আবির্ভাব ঘটে। যখন সমগ্র সৃষ্টিজগৎ অন্ধকারে নিমজ্জিত থাকে, তখনই দেবী কালী মহাশক্তিরূপে প্রকাশিত হয়ে অসুর বিনাশ ও মানবকল্যাণে আবির্ভূত হন। এই পূজার মাধ্যমে ভক্তরা জীবনের অশুভ শক্তি দূর করে শুভের জয় কামনা করেন।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্যামা বা কালী পূজা। এই রাতে পূজা মন্ডপের এলাকাজুড়ে প্রদীপ প্রজ্জ্বলন, আরতি, মন্ত্রপাঠ ও ভক্তিগীতিতে মুখরিত হয় পরিবেশ।

আয়োজকদের মধ্যে অভিজিৎ সাহা জয় জানায়, প্যান্ডেলটি সাজানো হয়েছে ঐতিহ্যবাহী শৈলীতে, সাথে যুক্ত হচ্ছে আধুনিক আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা। ভক্তদের জন্য থাকবে প্রসাদ বিতরণসহ বিশেষ প্রার্থনার আয়োজন। দেবী কালী সকলের জীবনে শান্তি, কল্যাণ ও শুভ শক্তির জয় বয়ে আনবেন এই প্রত্যাশা।

আয়োজকদের মধ্যে সুমন মজুমদার জানায়, এই নতুন পূজাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। নারী-পুরুষ, শিশু ও প্রবীণ সবাই উৎসবের আমেজের জন্যে প্রস্তুত। পূজার দিন রাতভর থাকবে পূজার্চনা, ভক্তিসঙ্গীত ও দীপপ্রজ্জ্বলন।

সার্বিক তত্ত্বাবধানে থাকা আরেক আয়োজক সঞ্জয় চক্রবর্তী জানান, শত্রু বিনষ্ট, ডাকিনী, যুগিনী শান্তির কল্পে শ্যামা মায়ের আবির্ভাব হয়। জগতের সকলের শান্তির জন্যে এবং অশুভ শক্তিকে বিনাশ করতে মা নিশিতে জাগ্রত হন। মূলত জগতের শান্তির বার্তা বয়ে আনার জন্যেই মায়ের আবির্ভাব। কর্নেশ, অঙ্গনেশ, অঞ্জলি, চক্ষুদান, প্রান প্রতিষ্ঠা এবং জঙ্গ বিত্তা দিতে সমাপ্তি হবে মায়ের আরাধনা।

তিনি আরো জানান, এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং আমাদের ঐক্য, ভক্তি ও সৌহার্দ্যের প্রতীক। গত তিন বছর আমরা দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করেছি। তখন থেকেই আমাদের প্রত্যাশা ছিলো মা কালীকে আরাধনা করার। অবশেষে সেই আশা পূরণ হচ্ছে। মা যেন অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে, সকল শত্রুর বিনাশ ঘটিয়ে দেশের মঙ্গল বয়ে আনে, এটাই আমাদের প্রার্থনা।

এদিকে উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে সম্পন্ন করতে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। পূজামণ্ডপ এলাকায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা টহল, মনিটরিং ও জননিরাপত্তার ব্যবস্থা।

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।