মাদ্রাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকে পড়ে শিক্ষার্থী, অতঃপর…


হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদ্রাসা থেকে পালাতে গেয়ে এসির আউটডোরে আটকা পড়ে ১০ বছর বয়সী মো. রায়হান।
রোববার বেলা সাড়ে ১১টায় টোরাগড় এলাকার আল ইহসান মাদ্রাসার ৫ম তলা ভবনের চতুর্থ তলায় আটকা পড়ে শিশুটি।
সহপাঠীরা জানান, এ মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকাল ৯টায় ঘুমানোর সময়। সবাই যখন ঘুমে তখন সে এখানে কিভাবে চলে যায় কেউ বলতে পারে না।
মাদ্রাসার শিক্ষকরা শিশুকে নামাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ছাঁদ থেকে কোমরে রশি বেধে নেমে তাকে উদ্ধার করে।
শিশুটির মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ ছেলে রায়হান। এর আগেও সে যে মাদ্রাসায় পড়ালেখা করেছে, সে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে ৪ তলায় এসির আউটডোর দাঁড়িয়ে থাকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে।
মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুইদিন পূর্বে মাদ্রাসার হিফজ্ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসির আউটডোরে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে শিশটিকে তার মা এসে বাড়িতে নিয়ে গেছেন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো, এ বিষয়ে কেউ বলতে পারেনি।
আপনার মতামত লিখুন