খুঁজুন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২

চাঁদপুরে মাদক সমস্যা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
চাঁদপুরে মাদক সমস্যা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এডাবের সদস্য সচিব মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে সিসিডিএস এসআফের সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ হাবিব, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহীম মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার জামাল হোসেন।

মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনারে মূল বিষয়গুলো উপস্থাপনা করেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান।

জেলা এডাবের আয়োজনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী সুদিন সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান এম এ হানিফ, সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি কাজী মোস্তফা, শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মান্নান, শাহরাস্তি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহিনা আক্তার, নবরুপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল, দুস্থ্য অসহায় মহিলা কল্যাণ সংস্থার সভাপতি আলি আমজাদ লিটন প্রমুখ।

এ সময় বক্তরা মানকের কুফল, যুব সমাজকে মাদক থেকে কিভাবে ফিরিয়ে আনা যায়, মাদক নির্মূলে অভিভাবকদের ভূমিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নজরুল ইসলাম।

চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

আলোকিত চাঁদপ্রু ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে টৃথক অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে।

এর মধ্যে ২৪ এপ্রিল দিনগত রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলাল (২২) ও মাসুদ (২৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।

একই রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর নামক স্থান থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল।

একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি সাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও একটি চাপাতি।

অপরদিকে ২৫ এপ্রিল দিনগত রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে উপজেলার কাশারা নামক স্থান থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দ মাদকদ্রব্য, গ্রেপ্তার মাদক কারাবির এবং কিশোর গ্যাং সদস্যদের স্ব স্ব থানায় পরিবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

মতলবে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
মতলবে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহলরত অবস্থায় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের নিকট দুইজন অপরিচিত ব্যাক্তিকে সন্দেভাজন চলাফেরা করায় তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ব্যাগটি ফেলে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ গিয়ে সেখানে তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি, যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ছিল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন খান।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৮০ জন নবীন সংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করেন।