
চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এডাবের সদস্য সচিব মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে সিসিডিএস এসআফের সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ হাবিব, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহীম মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার জামাল হোসেন।
মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনারে মূল বিষয়গুলো উপস্থাপনা করেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান।
জেলা এডাবের আয়োজনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী সুদিন সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান এম এ হানিফ, সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি কাজী মোস্তফা, শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মান্নান, শাহরাস্তি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহিনা আক্তার, নবরুপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল, দুস্থ্য অসহায় মহিলা কল্যাণ সংস্থার সভাপতি আলি আমজাদ লিটন প্রমুখ।
এ সময় বক্তরা মানকের কুফল, যুব সমাজকে মাদক থেকে কিভাবে ফিরিয়ে আনা যায়, মাদক নির্মূলে অভিভাবকদের ভূমিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নজরুল ইসলাম।