খুঁজুন
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক, ১৪৩২

সিকোটেক্সে এগ্রোর ড্রাগন ও মাল্টা নজর কেড়েছে ফল পুষ্টি ও বৃক্ষ মেলায়

আল-আমীন পারভেজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
সিকোটেক্সে এগ্রোর ড্রাগন ও মাল্টা নজর কেড়েছে ফল পুষ্টি ও বৃক্ষ মেলায়

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফল পুষ্টি ও বৃক্ষমেলা এবং কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। মেলার প্রতিটি স্টলেই কৃষি, প্রযুক্তি ও পুষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করছে।

বুধবার মেলা উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বন বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। এসময় কৃষি, বন ও গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ মেলা যেমন কৃষকদের আধুনিক প্রযুক্তি চেনার সুযোগ করে দিচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও গাছপালা ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করছে। মেলাটি চলবে সপ্তাহব্যাপী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে।

এদিকে মেলার ফল ও পুষ্টির স্টলে নজর কেড়েছে মতলব উত্তরে সিকোটেক্স এগ্রো লিমিটেডের পুষ্টিকর ড্রাগন ও মালটা।

সিকোটেক্স এগ্রো লিমিটেড এর বাণিজ্যিক কর্মকর্তা মাষ্টার মোস্তাফিজুর রহমান ও শাহাবুদ্দিন দেওয়ান বলেন, সরকারের পুষ্টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে শিল্পক্ষেত্রের স্বনামধন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবিএম নাসির উদ্দিন সরকার সিকোটেক্স এ্যাগ্রো প্রতিষ্ঠা করেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। এই উপজেলার সাদুল্যাপুর গ্রামে সিকোটেক্স এ্যাগ্রোতে ড্রাগন ফল চাষের জন্য ৫ একর জায়গা রয়েছে। ড্রাগন ফলের রাজা হলুদ ড্রাগন এখানে সম্পূর্ণ প্রাকৃতিক জৈব সারের মাধ্যমে ব্যাপক হারে চাষ হচ্ছে।

তারা জানান, সিকোটেক্স এগ্রো লিমিটেড একটি বড় কৃষি খামার। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে, বিদেশী অধিক পুষ্টিসম্পন্ন উচ্চ মূল্যের ফল চাষ করে দেশের সর্বশ্রেণির মানুষের পুষ্টি চাহিদা মেটানো এবং ফল আমদানি কমিয়ে বৈদিশিক মুদ্রার সাশ্রয় করা। সাধারণ মানুষের বাজার থেকে যাতে ফল কিনে খেতে না হয়, সেই লক্ষে আমরা কাজ করছি। যেমন ভারতের মহারাষ্ট্র থেকে লাল, কালো, সবুজসহ বিভিন্ন প্রজাতির আঙ্গুর চাষ করা হচ্ছে। এছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না থেকে বিভিন্ন প্রজাতির ড্রাগন গাছ এনে বিশাল বাগান করা হয়েছে। ভিয়েতনাম থেকে অধিক পুষ্টি সম্পন্ন উচ্চ ফলনশীল ছোট জাতের নারিকেল গাছের বাগান করা হয়েছে। এমনকি লাইটিং ট্যাকনোলজির মাধ্যমে সারাবছর এখন ড্রাগন ফল উৎপাদন হচ্ছে। হারিয়ে যাওয়া আমাদের দেশীয় আতাফল চাষ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আমরা ইচ্ছা করলে আমাদের উঠানের একটু পতিত জায়গা কিংবা ছাদের কোনায় কয়েকটি ফলের চারা লাগিয়ে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে পারি। আমার গাছ আমি লাগাব। আমার পরিবারের ফলের চাহিদা আমি পূরণ করব। এটাই হোক আজকের মেলায় সকলের স্লোগান।

পরিশেষে, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আজকের মেলার সার্বিক সাফল্য কামনা করছি। সাথে সাথে কৃষি সম্পসারণ অধিদপ্তর চাঁদপুর ও মতলব উত্তর উপজেলার কৃষি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ফলের চাষ বাড়িয়ে জাতীয় পুষ্টি বৃদ্ধির সহায়ক ভূমিকায় সিকোটেক্স এ্যাগ্রো লিমিটেডে প্রাকৃতিক জৈব সার ব্যাবহার করে অর্গানিক পদ্ধতিতে চাষ করা দেশী-বিদেশী ফল ড্রাগন, ত্বীন, আজওয়া খেজুর, ভিয়েতনামী নারিকেল, এভোকাডো, শাওয়ারসপ, মাল্টা, বারোমাসী আম, সুদানী আতা, পেয়ারা, শরিফা, সবেদা, পেঁপে ও বিচিবহীন লেবুসহ সকল ধরনের কলমচারা ও ফল পাইকারী-খুচরা বিক্রয় করা হয়। তাদের সাথে এ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে তারা।

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সত্য সাহস ও সুন্দর এই পথচলায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় এ সভা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, মানুষ পত্র-পত্রিকার মাধ্যমেই নানাবিধ সমস্যার সমাধান খুঁজে। যেমন এই শহরে যানজট নিত্যদিনের সমস্যা। সেই সমস্যা সমাধানে বাইপাস রাস্তাসহ ইচুলী দিয়ে যদি ডাকাতিয়া নদীর ওপর একটি ব্রীজ নির্মাণ করা হয় তাহলে এক রাস্তায় গাড়ী যেতো অন্য রাস্তায় আসতো। তবে এই যানজট হয়তো কিছুটা কমতো। আবার বিনোদনের জন্যও তেমন ভালো কোন শিশু পার্ক নেই। এমন নানাবিধ সমস্যা পত্রিকার মাধ্যমে তুলে ধরলেই সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হলে এগুলোর সমাধান দ্রুত হবে।

তিনি আরও বলেন, আমি নিজেও একসময় লেখালেখি করতাম। আমার একটি পাক্ষিক পত্রিকাও ছিলো। তবে এখন এটি আর বের হয় না। তবে সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। আমি যে কয়টি পত্রিকা পড়ি তার মধ্যে কালবেলাও রয়েছে। আমি এই পত্রিকার সাংবাদিকসহ পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা বলেন, সাংবাদিকদের কাছে মানুষ অতিরঞ্জিত প্রত্যাশা রাখে। তবে ভাবা দরকার, সবাই ঘুমিয়ে থাকবে আর সাংবাদিকরা জেগে থাকবে তা হয়না। এর পরেও কোন ঘটনা ঘটলে তা ঠিকই প্রকাশ করেন সাংবাদিকরা। কোনভাবেই তা চেপে রাখা সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, এনসিপি চাঁদপুর জেলার মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারসহ অন্যরা।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু, দৈনিক কালবেলার কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের, মতলব দক্ষিণ প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, দৈনিক মতলবের আলোর প্রতিনিধি হোসেন গাজী, ইলশেপাড়ের প্রতিনিধি আল আমিন ছৈয়াল প্রমূখ।

বক্তারা আগামীতেও দৈনিক কালবেলা জনগণের প্রত্যাশা পূরণে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সাংবাদিকতা ও সংবাদ পাঠক সমাজকে উপহার দিবে বলে প্রত্যাশা করেন।

মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ রবিউল আলম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:১৫ পূর্বাহ্ণ
মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং মতলব পৌরসভার যৌথ উদ্যোগে৷ বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে র্র্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনক সময় মানুষের মধ্যে রোগ জীবানু স্থানান্তর হওয়ার মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই।

তিনি আরও বলেন, আমরা আমাদের জাতিকে হিরো বানাতে চাই।আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে আমরা সে উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, মতলব পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসানাত, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ ।

তোফাজ্জল হোসেন ঢালী উবিতে শিক্ষার মানোন্নয়নে করণীয় সভা

মোঃ রবিউল আলম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ণ
তোফাজ্জল হোসেন ঢালী উবিতে শিক্ষার মানোন্নয়নে করণীয় সভা

মতলবের আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত করণ শীর্ষক
করণীয় সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

এসময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক বিকাশের ওপর জোর দিতে হবে। এতে শিক্ষার্থীর প্রাত্যহিক পড়া, বাড়ির কাজ এবং সামগ্রিক আচরণের বিষয়ে আলোচনা থাকবে। এছাড়া, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা পালনের গুরুত্বও উল্লেখ করা উচিত। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর নিতে হবে।
তাদেরকে শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক মূল্যবোধ শেখাতে উৎসাহিত করতে হবে। শিক্ষক ও
শিক্ষকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না। এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। যেমন গত ৫ আগস্টের পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ চাকুরী ছেড়ে পালিয়ে গেছে, আবার অনেক শিক্ষক অপমানিত ও লাঞ্ছিত হয়েছে। তাই আপনারা আপনাদের সম্মানটুকু ধরে রাখবেন। নিজের সন্তানের মতো মনে করেই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করবেন।

ঢাকা নবেল কলেজের শিক্ষক এস ইউ বাহারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, অত্র প্রতিষ্ঠানের নব নিযুক্ত প্রধান শিক্ষক মোঃ আব্বাস মিয়া, নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি মাসুদ হাজী, বিএনপি নেতা এম এ আজিজ ঢালী, মোস্তফা মেম্বার, অভিভাবক সদস্য হারুন অর রশীদ প্রমুখ।