মহাসমাবেশ সফলে চাঁদপুরে সকল প্রস্তুতি সম্পন্ন


চাঁদপুর থেকে ২টি লঞ্চ শতাধিক বাস মাইক্রো নিয়ে মহাসমাবেশে যোগ দেবে ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখা।
শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশ। মহাসমাবেশ উপলক্ষে সংগঠনের জেলা শাখা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।
মহাসমাবেশ সফল করার জন্য চাঁদপুর, হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা শাখা লঞ্চযোগে মহাসমাবেশে যোগ দেবে। মতলব উত্তর উপজেলা শাখার একাংশও মোহনপুর থেকে পৃথক রিজার্ভ লঞ্চে মহাসমাবেশে যোগ দেবে। এছাড়া মতলব উত্তর, দক্ষিণ, হাজীগঞ্জ, শাহারাস্তি, কচুয়া উপজেলা শাখা পৃথক পৃথক রিজার্ভ বাস ও মাইক্রো নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করবে। চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল ৯টায় ঈগল-৩ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ ও মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মহাসমাবেশ সফল করার লক্ষে প্রচার প্রচারণার সর্বশেষ অংশ হিসাবে শুক্রবার চাঁদপুর সদরের ১৩নং হানারচর ইউনিয়নে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে প্রচারমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রচার মিছিলপূর্ব সমাবেশ ও পথসভাগুলোতে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার বাংলাদেশ। আগামীর বাংলাদেশে জনমানুষ কোনো দুর্নীতিবাজ ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না।
আগামীকালের মহাসমাবেশ আগামীর বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তিনি আগামীকালের মহাসমাবেশে যোগ দিয়ে সফল করার জন্য চাঁদপুরের সর্বস্তরের দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে প্রচার মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা উপদেষ্টা শেখ মুহাম্মদ আবদুল্লাহ, মুফতি আল আমিন, শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মাঈনুদ্দীন দেওয়ান, হাফেজ তাজুল ইসলাম শেখ, মুহাম্মদ মনির হোসেন দেওয়ান, আবু সাইদ বেপারি, রাশেদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন