মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্মহনন


হাজীগঞ্জ উপজেলায় জিহাদ নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মা ৫শ টাকা না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে সন্তান জিহাদ (১৬)। আর এ অভিমান মনে ক্ষোভের সৃষ্টি হয়ে আত্মহত্যার পথ বেচে নেয় সে। জিহাদ ১ নং রাজারগাঁ ইউনিয়নের উত্তর পশ্চিম রাজারগাঁও হাওলাদার বাড়ি সালামত হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ওই দিন সকাল ১১ টায় সে মায়ের কাছে ৫০০ টাকা চায়। কিন্তু তার মা টাকা দিতে না চাওয়ায় কিছুক্ষণ পর মাকে ঘর থেকে বের করে দিয়ে মায়ের ওড়না দিয়ে নিজেদের দোতলা টিনের ঘরে নিজ রুমে লড়ার সাথে গালায় ফাঁস দেয়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন