হাজীগঞ্জে প্রাইম ব্যাংকের দুই গ্রাহকের টাকা উধাও


হাজীগঞ্জ বাজারের প্রাইম ব্যাংকের দুই গ্রাহকের ২ লাখ ৪৮ হাজার টাকা উধাও হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দুই গ্রাহক জুন মাসেই নতুন একাউন্ট খুলে। এই মাসেই তাদের একাউন্ট থেকে বিকাশে টাকা লেনদেন হয়।
সোমবার দুপুরে ব্যাংকে পৃথকভাবে টাকা উত্তোলন করতে গিয়ে দুই গ্রাহক তাদের একাউন্টে কোন টাকা পায়নি। গ্রাহকেরা হলেন ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার মাসুদা বেগমের ১ লাখ ৩১ হাজার ও কচুয়া উপজেলার সাচার এলাকার সুমি আক্তারের এক লাখ ২৭ হাজার টাকা। তাদের দুজনের স্বামী মালয়েশিয়া প্রবাসী। স্বামীর কথামতো তারা প্রাইম ব্যাংকে একাউন্ট খুলে লেনদেন শুরু করেন। এখন ব্যাংকে রাখা টাকা ফেরত চেয়ে পৃথক দুটো অভিযোগ দেন তারা।
ভুক্তভোগী মাসুদা বেগম বলেন, চেক বই নিতে এসে দেখি একাউন্টে টাকা নাই। স্বামীর কথা মতো প্রাইম ব্যাংকে একাউন্ট খুলেন তিনি।
সাচার থেকে আসা গ্রাহক সুমি আক্তার বলেন, স্বামীর কথামতো ব্যাংকে টাকা চেক করতে গিয়ে দেখি একাউন্ট শূন্য। এটা কিভাবে সম্ভব? কোন প্রকার ওটিপি বা ম্যাসেজ আসেননি। আমরা টাকাগুলো ফেরত চাই।
ব্যাংক স্ট্যাটমেন্টে দেখা যায়, গেল ২৫ জুন মাসুদা বেগমের একাউন্ট থেকে ৭ বারে ৮০ হাজার টাকা, ২৬ জুন ৪১ হাজার টাকা বিকাশের মাধ্যমে টাকাসহ মোট ১ লাখ ২১ হাজার টাকা কেটে নেয়া হয়।
অন্যদিকে সুমি আক্তারের একাউন্ট থেকে ২৬ জুন তিনবারে ৫৫ হাজার, ২৯ জুন ৪ বারে ৭৭ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৭ হাজার বিকাশে কেটে নেয়া হয়।
হাজীগঞ্জ প্রাইম ব্যাংক শাখার ম্যানেজার মুহাম্মদ আবু সাঈদ ভুঁইয়া কথা বলতে নারাজ হলেও মিডিয়া কর্মকর্তা নাজির হোসেন বলছেন, দুই গ্রাহকের একই নিয়মে টাকা লেনদেন হয়েছে। বিকাশের মাধ্যম তাদের এই লেনদেন হয়। এই ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন