চাঁদপুরের কচুয়া উপজেলায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির কয়েক বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে পালাখাল ছালেহীয়া আলীম মাদ্রাসার সামনে চির শায়িত বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের কবর জিয়ারত শেষে মাদরাসা জামে মসজিদে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় মাদরাসার অধ্যক্ষ মুফতী আব্দুর রাজ্জাক আনোয়ারী, উপাধ্যক্ষ মোঃ সাদিকুর রহমান, আরবি প্রভাষক আব্দুর কুদ্দুস খান, সহকারী অধ্যাপক মোঃ হোসেন খান, মইনুল হাসান, আরবি প্রভাষক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সহকারী মৌলভী মো: শরীফ হোসেন, হাফেজ ফজলুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলায় যুদ্ধকালীন কমান্ডার ও ঐতিহ্যবাহী পালাখাল ছালেমিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠান উপজেলার পালাখাল গ্রামের মৃত: আনসর আলী পাঠানের সন্তান। তিনি ১৯৭১ সালে জীবন বাজি রেখে রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পালাখাল সালেহীয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও নারায়নগঞ্জস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুনামের সাথে জড়িত ছিলেন।
সাদা মনের মানুষ হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান ১৯৫২ সালের ৩০ জুন জন্ম গ্রহণ করেন এবং ২০২৩ সালের ২৩ অক্টোবর জীবনের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.