খুঁজুন
বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১ আষাঢ়, ১৪৩২

চাঁদপুরে আখের জমিতে পোকার আক্রমণ, চিন্তিত কৃষক

শওকত আলী
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
চাঁদপুরে আখের জমিতে পোকার আক্রমণ, চিন্তিত কৃষক

চাঁদপুর সেচ প্রকল্পসহ সদর উপজেলায় এবারও আখের আবাদ বেড়েছে। তবে হঠাৎ করে মাঝরা পোকার আক্রমনে চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা। কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ থেকে রক্ষায় কৃষকদেরকে পরামর্শ দেয়া হচ্ছে।

সম্প্রতি সময়ে সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন ঘুরে দেখা গেছে অধিকাংশ জমিতে আখের আবাদ। বোরো ধান ও সব্জির আবাদ শেষে অনেক কৃষক আখ আবাদ করেছেন। আবার অনেক কৃষক সাথী ফসল হিসেবে এসব এলাকায় আখের আবাদ করেন। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও ও লোহাগড়া গ্রামের অধিকাংশ কৃষকরা আখের আবাদ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানা গেছে, এ বছর জেলায় আখ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৩৫ হেক্টর। আবাদ হয়েছে ৬৭৭ হেক্টর। ফলনের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার ৬০ মেট্টিক টন। সদর, ফদিরগঞ্জ, হাইমচরসহ জেলার ৮ উপজেলায় কম বেশি আখের আবাদ হয়। এর মধ্যে চিবিয়ে খাওয়ার জন্য ‘চাঁদপুর গেন্ডারি’ আবাদের পরিমান বেশি।

ফরিদগঞ্জ মদনের গাঁও গ্রামের আখ চাষী মো. কলন্দর খান বলেন, আমাদের গ্রামের অধিকাংশ কৃষক আখের আবাদ করেছে। তবে এ বছর গাছগুলো বড় হাওয়ার আগেই আখের মধ্যে মাঝরা পোকা, সেমি পোকাসহ আরো নাম না জানা অনেক পোকা আক্রমণ শুরু হয়েছে। বাজার থেকে আমরা যে কীটনাশক ব্যবহার করি তা তেমন কোনো কাজ করে না।

তিনি আরো বলেন, সরকারি কিংবা বেসরকারিভাবে সহযোগিতা পাই না। সেমি পোকা আক্রমণ করে আখের মাঝখান দিয়ে ছিদ্র করে আখের ডিগগুলো মরে যায়। একসময় পুরো আখটাই পচে নষ্ট হয়ে যায়। তারপর দেখা গেছে আখের মধ্যে শিসে ধরে পুরো আখটাই মারা যায় একসময়। এসব কারণে অনেক কৃষক এখন চিন্তিত।

একই এলাকার আরেক কৃষক ছামাদ পাটওয়ারী বলেন, আগে আখে ছত্রাক জাতীয় রোগ ছিলো। কিন্তু এবার এক জাতীয় সাদা পোকার আক্রমণ বেড়েছে। এই পোকার আক্রমণে পাতাগুলো সাদা হয় এবং মুচড়িয়ে চিকন হয়ে যায়।

আরেকটা হলো কালো পোকা। এই পোকাটা সরাসরি যায় আখের ভেতরে। আখগুলাকে নষ্ট করে ফেলে। আরেকটা পোকা হলো এই পাতাগুলা সব খেয়ে ভেতরে ঢুকে যায়। এই তিন জাতের পোকায় এখন আখের সব থেকে বেশি ক্ষতি করছে বলে জানান এই কৃষক।
সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সেকদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিজি বলেন, পোকার জন্য আখের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসবের জন্য কৃষি বিভাগ তো কোনো ব্যবস্থাই নেয় না এবং কৃষি বিভাগের লোক দেখিও না।

আখের জমিতে পোকার আক্রমণ বিষয়ে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল হাসান বলেন, এবার আখে মাঝরা পোকার আক্রমণটা একটু বেশি। তবে কি পরিমাণ জমিতে আক্রমণ তা এখনো নির্ধারণ করা হয়নি। পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে উপ-কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রত্যেক ইউনিয়নে আরো তদারকি বাড়ানো হবে।

কৃষকদের অভিযোগ সম্পর্কে এই কর্মকর্তা বলেন, কৃষি কর্মকর্তারা খোঁজ নেন না বিষয়টি সঠিক নয়। একজন কৃষক ইউনিয়ন কিংবা উপজেলা কৃষি অফিসে গেলেও সব ধরণের পরামর্শ দেয়া হচ্ছে।

শাহরাস্তি আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল ঢাকায় আটক

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
শাহরাস্তি আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল ঢাকায় আটক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের শাহরাস্তি উপজেলা সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষারকে ঢাকায় আটক করে ডিবি পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১ টায় ঢাকাস্থ নাখালপাড়ার বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তাকে ডিবি পুলিশ আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। এছাড়াও ৫ আগস্টের পর শাহরাস্তি থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

মতলব উত্তরে ইয়াবা সহ আটক এক

আলআমীন পারভেজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
মতলব উত্তরে ইয়াবা সহ আটক এক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে অবস্থিত মতলব সেতুর পশ্চিম পার টোলপ্লাজা এলাকায় মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৪৬৫ পিস ইয়াবা সহ একজন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি কুমিল্লা কোতয়ালীর মোঃ মাইনউদ্দিন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হকের নির্দেশে মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মাদকসেবীকে আটক করেন।

চাঁদপুরের মাদকসম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক গ্রেপ্তার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
চাঁদপুরের মাদকসম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক গ্রেপ্তার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব হাসা গ্রামের মাদক সম্রাট মোবারক পাটোয়ারী (৪৭)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত চাঁদপুর সদর ও ফরিদগঞ্জের মাদকের বড় বড় চালান পাচার করার সাথে জড়িত ছিল এই মাদক ব্যবসায়ী মোবারক পাটোয়ারী। এছাড়া ও সে ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম, জমি দখল,মাদক ব্যবসা সহ এলাকার মানুষকে নানান ভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই বিষয়ে তৎকালীন সময়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ প্রচার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের ডিবির এসআই মাজাহার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপান সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) রাতে খবর পেয়ে গোয়ালভাওর বাজার এলাকা থেকে মোবারক পাটোয়ারীকে আটক করতে সক্ষম হয়।

ডিবি পুলিশের হাতে আটক হওয়া মোবারক পাটোয়ারী উত্তর হাসা গ্রামের মৃত জব্বর পাটোয়ারী ছেলে।

চাঁদপুরের বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় মোবারক পাটোয়ারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠায় চাঁদপুর সদর সডেল থানা পুলিশ।

আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক পাটোয়ারী গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

এদিকে মোবারক পাটোয়ারীকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক নেতাকর্মী ও শীর্ষ মাদক কারবারিরা তদবির করেও ব্যর্থ হয় বলে জানা যায়।