খুঁজুন
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২

কচুয়ায় ধান কাটাকে কেন্দ্র করে হামলায় বর্গাচাষিসহ আহত ২

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
কচুয়ায় ধান কাটাকে কেন্দ্র করে হামলায় বর্গাচাষিসহ আহত ২

Oplus_131072

কচুয়ায় ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষির উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বর্গাচাষি জমির হোসেন ও তার ভাইয়ের স্ত্রী জান্নাত গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাদিরখিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ বিশ বছর যাবৎ কাদিরখিল গ্রামের আহাদ চৌধুরীর জমি বর্গা চাষ করে আসছেন জমির চৌধুরী। দীর্ঘদিন জমি নিয়ে আহাদ চৌধুরীর সাথে তার ভাই ওহাব চৌধুরীর বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে অনেকবার শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পৈতৃক সূত্রে দাবিদার ওহাব চৌধুরী বর্গাচাষির উপর হামলাকারী কাগজপত্র না দেখাতে পারায় আহাদ চৌধুরী ভোগ দখল করে আসছে।

জমির মালিক আহাদ চৌধুরী জানান, এ জমি আমি ক্রয় করেছি। এটা পৈতৃক সম্পত্তি না। তারপরও আমার ভাই ওহাব চৌধুরী জমির মালিকানা দাবি করছে। আমি নিজে চাষাবাদ করতে পারিনা বিধায় বর্গা দিয়ে রেখেছি। কিন্তু গতকাল রাতে আমার ভাই ওহাব চৌধুরী বর্গাচাষি জমিরের অর্ধেক ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। সকালে জমির অর্ধেক ধান না দেখতে পেয়ে কচুয়া থানায় অবগত করি। কচুয়া থানার এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে এসে ওহাব চৌধুরীর কাছ থেকে বর্গাচাষি জমিরের ধান উদ্ধার করে দেয়। দুপুরের দিকে বাকি অর্ধেক জমির ধান কাটতে গেলে ওহাব চৌধুরী বর্গাচাষি জমিরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও তার ভাইয়ের স্ত্রী জান্নাতকে আহত করে।তারা দুজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বর্গাচাষি জমির হোসেন জানান, আমি দীর্ঘ বিশ বছরের বেশি এ জমি চাষাবাদ করে আসছি। আহাদ চৌধুরীর কাছ থেকে আমি বর্গা নিয়েছি। মঙ্গলবার রাতের আঁধারে চুরি করে ওহাব চৌধুরী আমার ধান কেটে নিয়ে যায়। আমি বুধবার সকালে থানায় বিষয়টি জানালে এএসআই মফিজুল ইসলাম আমার ধান উদ্ধার করে দিয়ে যায়। বাকি অর্ধেকের ধান কাটতে গেলে ওহাব চৌধুরী ও তার লোকজন আমার উপর হামলা করে। আমার মাথা ও নাক পাঠিয়ে ফেলে। আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি ।
অভিযুক্ত ওহাব চৌধুরী জানান, এ জমি আমার, দীর্ঘদিন যাবৎ আমার ভাই আহাদ চৌধুরী জোরপূর্বক দখল করে রেখেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহজালাল শিকদার জানান, বিগত দিনে অত্র ইউনিয়নের বর্তমান ও সাবেক তিনজন চেয়ারম্যান এ জমি নিয়ে শালিসি বৈঠক করেছেন। কিন্তু ওহাব চৌধুরী সঠিক কাগজপত্র দেখাতে পারে নি। রাতের আঁধারে ধান কেটে নিয়ে যাওয়ার পর আজ সকালে উভয় পক্ষকে নিয়ে বসার পরও ওহাব চৌধুরী কারো কথায় কর্ণপাত না করে বর্গাচাষি জমিরের উপর হামলা করেছে।

ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, এ জমি নিয়ে বিগত দিনে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। বর্গাচাষির উপর হামলায় আমি অত্যন্ত মর্মাহত।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসাইন বলেন, দুপুরে আহত ১ জনকে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, কাদিরখিল গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষির উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।