কচুয়ায় ধান কাটাকে কেন্দ্র করে হামলায় বর্গাচাষিসহ আহত ২

কচুয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ । ৬:০৬ অপরাহ্ণ

কচুয়ায় ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষির উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বর্গাচাষি জমির হোসেন ও তার ভাইয়ের স্ত্রী জান্নাত গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাদিরখিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ বিশ বছর যাবৎ কাদিরখিল গ্রামের আহাদ চৌধুরীর জমি বর্গা চাষ করে আসছেন জমির চৌধুরী। দীর্ঘদিন জমি নিয়ে আহাদ চৌধুরীর সাথে তার ভাই ওহাব চৌধুরীর বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে অনেকবার শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পৈতৃক সূত্রে দাবিদার ওহাব চৌধুরী বর্গাচাষির উপর হামলাকারী কাগজপত্র না দেখাতে পারায় আহাদ চৌধুরী ভোগ দখল করে আসছে।

জমির মালিক আহাদ চৌধুরী জানান, এ জমি আমি ক্রয় করেছি। এটা পৈতৃক সম্পত্তি না। তারপরও আমার ভাই ওহাব চৌধুরী জমির মালিকানা দাবি করছে। আমি নিজে চাষাবাদ করতে পারিনা বিধায় বর্গা দিয়ে রেখেছি। কিন্তু গতকাল রাতে আমার ভাই ওহাব চৌধুরী বর্গাচাষি জমিরের অর্ধেক ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। সকালে জমির অর্ধেক ধান না দেখতে পেয়ে কচুয়া থানায় অবগত করি। কচুয়া থানার এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে এসে ওহাব চৌধুরীর কাছ থেকে বর্গাচাষি জমিরের ধান উদ্ধার করে দেয়। দুপুরের দিকে বাকি অর্ধেক জমির ধান কাটতে গেলে ওহাব চৌধুরী বর্গাচাষি জমিরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও তার ভাইয়ের স্ত্রী জান্নাতকে আহত করে।তারা দুজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বর্গাচাষি জমির হোসেন জানান, আমি দীর্ঘ বিশ বছরের বেশি এ জমি চাষাবাদ করে আসছি। আহাদ চৌধুরীর কাছ থেকে আমি বর্গা নিয়েছি। মঙ্গলবার রাতের আঁধারে চুরি করে ওহাব চৌধুরী আমার ধান কেটে নিয়ে যায়। আমি বুধবার সকালে থানায় বিষয়টি জানালে এএসআই মফিজুল ইসলাম আমার ধান উদ্ধার করে দিয়ে যায়। বাকি অর্ধেকের ধান কাটতে গেলে ওহাব চৌধুরী ও তার লোকজন আমার উপর হামলা করে। আমার মাথা ও নাক পাঠিয়ে ফেলে। আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি ।
অভিযুক্ত ওহাব চৌধুরী জানান, এ জমি আমার, দীর্ঘদিন যাবৎ আমার ভাই আহাদ চৌধুরী জোরপূর্বক দখল করে রেখেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহজালাল শিকদার জানান, বিগত দিনে অত্র ইউনিয়নের বর্তমান ও সাবেক তিনজন চেয়ারম্যান এ জমি নিয়ে শালিসি বৈঠক করেছেন। কিন্তু ওহাব চৌধুরী সঠিক কাগজপত্র দেখাতে পারে নি। রাতের আঁধারে ধান কেটে নিয়ে যাওয়ার পর আজ সকালে উভয় পক্ষকে নিয়ে বসার পরও ওহাব চৌধুরী কারো কথায় কর্ণপাত না করে বর্গাচাষি জমিরের উপর হামলা করেছে।

ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, এ জমি নিয়ে বিগত দিনে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। বর্গাচাষির উপর হামলায় আমি অত্যন্ত মর্মাহত।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসাইন বলেন, দুপুরে আহত ১ জনকে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, কাদিরখিল গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষির উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন