লক্ষ্মীপুরে কাদির গাজীর ঘর দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়ার অভিযোগ


চাঁদপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কাদির গাজীর ঘর দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ১০ টায় লক্ষীপুর মডেল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কাদের গাজী জানান, গত রাত ১০ টায় আমি বাড়িতে আসছি। এসে আমরা ঘরে খাওয়া দাওয়া করতেছি। হঠাৎ প্রতিবেশী মহিলারাআগুন আগুন বলে চেঁচামেচি শুরু করেছে। আমরা বের হয়ে দেখি আমার ঘর আগুনে পুড়তেছে। আশেপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণ করছে। সকালেই আমাদের রান্না শেষ হয়ে গেছে। সেখান থেকে আগুন কোন অপশন নেই। এই আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে বলে আমি মনে করি। এতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে এই ঘটনা শুনে ক্ষতিগ্রস্ত আব্দুল কাদির গাজীর বাড়িতে যান জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ খান, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হানিফ বকাউল, সদর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবদলের সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এসএম এন জামিউল হিকমাকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন