হাজীগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বীজ ডিলার প্রশিক্ষণ


কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ডিলার প্রশিক্ষণ ২০২৪-২৫ রবিবার সকালে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
তিনি বলেন, আপনারা যারা বিএডিসি’র সার ও বীজ ডিলার তারাইতো ব্যবসায়ী। আপনারা সব সময় চেষ্টা করেন আপনার ব্যবসা যেন ভালো থাকে। আপনি যেন লাভবান হোন, আর আপনি লাভবান হতে হলে যারা মাঠে ফসল ফলায় সেই কৃষককের কাছে যেতে হবে। কেননা, অনেক কৃষক বীজ সংগ্রহ করে এবং বাজারে বহু কোম্পানি বীজ বিক্রি করে। কিন্তু আপনারা সরকারি নিয়োগকৃত ডিলার, সরকারের সেলসম্যান অর্থাৎ বিক্রয়কর্মী। সরকারের একটা ব্যবসা আছে, আপনাদেরও ব্যবসা আছে অর্থাৎ একেকজন – একেকজনকে সহায়তা করছি। তাই আজকের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জাত সম্পর্কে ধারণা নিতে হবে, কৃষককের কাছে নতুন নতুন জাতের সাথে পরিচিত করতে হবে। বিএডিসি’ বীজ উৎপাদনে কৃষকের ভাগ্য পরিবর্তন হয়, ফলনটা নিরাপদ হয়।
তিনি আরো বলেন, কুমিল্লা নয় চাঁদপুর জেলাতে গুদামঘর হবে তবে শহরে থাকবে না। যেখানে একত্রে ৫ ও ৬ টি গাড়ি লোড- আনলোড করা যায়। এর মধ্যে বিএডিসি’র চেয়ারম্যানের সাথে কথা বলছি এবং আজকালের মধ্যে আবার কথা বলবো। এমন জায়গায়ই বিএডিসি’ বীজ ও সারের গুদামঘর করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্হানীয় সরকার উপপরিচালক মোঃ গোলাম জাকারিয়া, ঢাকা বিএডিসি’র প্রকল্প পরিচালক (এস এস এস এফসি) মোহাম্মদ মাহমুদুল আলম, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু তাহের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ সাইফুল হাসান আলামিন।
কুমিল্লা অঞ্চল বিএডিসি’র উপপরিচালক (বীজ বিপণন) মোঃ নিগার হায়দার খানের সভাপতিত্বে ও উপসহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় জেলা বীজ ডিলারের পক্ষে আবদুস সাত্তার খান ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার।
২০২৪ – ২৫ বিতরণ বর্ষে চাঁদপুর জেলার সর্বোচ্চ বোরো ধানবীজ উত্তোলন করায় মেসার্স রুপালী বীজ ভান্ডারের মোঃ আবদুল হক মিয়া ও ২০২৪ – ২৫ বিতরণ বর্ষে কুমিল্লা জেলার সর্বোচ্চ আউশ ধানবীজ উত্তোলন করায় মেসার্স ভূইয়া ট্রেডার্সের মোঃ মোশাররফ হোসেন ভূইয়া কে ধন্যবাদ ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
জেলার প্রায় ৫০ জন বীজ ডিলার অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণে প্রকল্পের পরিচিত, লক্ষ্য, উদ্দেশ্য এবং বিএডিসি’র অঙ্গের কার্যক্রম ও ফলাফল অর্জনের রোডম্যাপ, বীজ বিতরণ বিভাগ কতৃক বিতরণকৃত বোরো, আমন ও আউশ ধান এবং গম, ডাল, তৈল, পাট, আলু এবং সবজি বীজের নতুন জাতসমূহের পরিচিত এবং সংশ্লিষ্ট বীজ ফসলের মাঠমান ও বীজমান। বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে নেটওয়ার্ক স্হাপন ও আন্তঃ কৃষি সম্পর্কিত বিভাগগুলোর সম্পর্ক উন্নয়নের গুরুত্ব, বীজ বিক্রয় চাহিদা নিরূপণ ও লক্ষ্যমাত্রা নির্ধারণ ও মুক্ত আলোচনা করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে জেলার সকল অংশগ্রহনকারী বীজ ডিলারগন সনদপত্র প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন