কচুয়ায় কুদ্দুস হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর লিফলেট বিতরণ


কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী গ্রামের অধিবাসী বিএনপি নেতা আব্দুল কুদ্দুস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য লিফলেট ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার সকালে ওই ইউনিয়নের আইনগিরী,বাতাবাড়িয়া, নাউলা গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা আবুল বাশার বিএনপি, আব্দুর রশিদ তালুকদার,শফিকুল ইসলাম, বাহালুল, হেলাল উদ্দিন খোকন, মোঃ নাছির উদ্দিন প্রধান, কাউছার হোসেন, ইমরান হোসেন, ফারুক মিয়াজী, আবুল হোসেন আলী, জাহাঙ্গীর মীর, কাজী ফারুক হোসেন, নুরুল আমিন ও আজিজুল্লাহ সহ এলাকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে খুনিদের বিচারের দাবি করে এলাকাবাসী বলেন, আব্দুল কুদ্দুস একজন প্রবাসী ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার প্রথম দিকে বাতাবাড়িয়া গ্রামের অধিবাসী জাকির হোসেন বাবুলের নেতৃত্বে ৩০ থেকে ৩২ জন সন্ত্রাসী আব্দুল কুদ্দুসকে তার বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করেন।
তারা আরো বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন জাকির হোসেন বাবুল আওয়ামী লীগের ছত্রছায়া থাকার কারণে কুদ্দুসের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে কুদ্দুস হত্যাকারীরা এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য যে, ২০০৯ সালে জুনের ১২ তারিখে আব্দুল কুদ্দুসকে বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করা হয়।
আপনার মতামত লিখুন