৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে ব্যারিস্টার কামাল উদ্দিনের গণসংযোগ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে গণসংযোগ করছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
রোববার (২৯ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভাধীন হাজীগঞ্জ বাজার ও আলীগঞ্জ বাজার এলাকায় এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন আলীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও হাজীগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চুর সাথে কুশল বিনিময় করেন।
এসময় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন মুন্সি, নূর মুন্সি, শ্রমিক দল নেতা আজাদ কাসারী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফরহাদ মামুন, স্বেচ্ছাসেবক নেতা ইকবাল সর্দার, যুবদল নেতা আবুল বাসার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান ও নাছির উদ্দিন সবুজ, যুবদল কর্মী রাকিব, ইব্রাহিম হোসেন খোকা, শাওন, ছাত্রনেতা সাদ্দাম হোসেন দিদার, সুমন হোসেন, হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরাস্তি নেতৃবৃন্দের মধ্যে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ-সভাপতি সেলিম পাটওয়ারী, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়্যুম রিপন, যুবনেতা মামুন, রাব্বি, আরিফ, শ্রমিক দল নেতা তৈয়ব আলী, মান্না ও মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন