খুঁজুন
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ়, ১৪৩২

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না:মাকসুদুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না:মাকসুদুর রহমান

Oplus_131072

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না। আগামি জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। আর কোনো লুটেরাদের হাতে ক্ষমতা তুলে দিতে চায় না। পরিবর্তিত সময়ে জনগণ ভালো কিছু পরিবর্তন আশায় উন্মুখ হয়ে আছে।

আগামি ২৮ জুন রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত যৌক্তিক রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষে আজ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা উপদেষ্টা আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহ, সদর উপজেলা যুব আন্দোলন সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান, সেক্রেটারি মনির হোসাইন, সাদ্দাম হোসাইন, হাফেজ হাবিবুর রহমান প্রমুখ।

কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের জন্ম বার্ষিকীতে দোয়ার আয়োজন

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের জন্ম বার্ষিকীতে দোয়ার আয়োজন

চাঁদপুরের কচুয়া উপজেলায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির কয়েক বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষে পালাখাল ছালেহীয়া আলীম মাদ্রাসার সামনে চির শায়িত বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের কবর জিয়ারত শেষে মাদরাসা জামে মসজিদে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় মাদরাসার অধ্যক্ষ মুফতী আব্দুর রাজ্জাক আনোয়ারী, উপাধ্যক্ষ মোঃ সাদিকুর রহমান, আরবি প্রভাষক আব্দুর কুদ্দুস খান, সহকারী অধ্যাপক মোঃ হোসেন খান, মইনুল হাসান, আরবি প্রভাষক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সহকারী মৌলভী মো: শরীফ হোসেন, হাফেজ ফজলুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলায় যুদ্ধকালীন কমান্ডার ও ঐতিহ্যবাহী পালাখাল ছালেমিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠান উপজেলার পালাখাল গ্রামের মৃত: আনসর আলী পাঠানের সন্তান। তিনি ১৯৭১ সালে জীবন বাজি রেখে রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পালাখাল সালেহীয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও নারায়নগঞ্জস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুনামের সাথে জড়িত ছিলেন।

সাদা মনের মানুষ হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান ১৯৫২ সালের ৩০ জুন জন্ম গ্রহণ করেন এবং ২০২৩ সালের ২৩ অক্টোবর জীবনের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন।

হাজীগঞ্জে প্রাইম ব্যাংকের দুই গ্রাহকের টাকা উধাও

মোঃ ইউসুফ বেপারী
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
হাজীগঞ্জে প্রাইম ব্যাংকের দুই গ্রাহকের টাকা উধাও

হাজীগঞ্জ বাজারের প্রাইম ব্যাংকের দুই গ্রাহকের ২ লাখ ৪৮ হাজার টাকা উধাও হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দুই গ্রাহক জুন মাসেই নতুন একাউন্ট খুলে। এই মাসেই তাদের একাউন্ট থেকে বিকাশে টাকা লেনদেন হয়।

সোমবার দুপুরে ব্যাংকে পৃথকভাবে টাকা উত্তোলন করতে গিয়ে দুই গ্রাহক তাদের একাউন্টে কোন টাকা পায়নি। গ্রাহকেরা হলেন ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার মাসুদা বেগমের ১ লাখ ৩১ হাজার ও কচুয়া উপজেলার সাচার এলাকার সুমি আক্তারের এক লাখ ২৭ হাজার টাকা। তাদের দুজনের স্বামী মালয়েশিয়া প্রবাসী। স্বামীর কথামতো তারা প্রাইম ব্যাংকে একাউন্ট খুলে লেনদেন শুরু করেন। এখন ব্যাংকে রাখা টাকা ফেরত চেয়ে পৃথক দুটো অভিযোগ দেন তারা।

ভুক্তভোগী মাসুদা বেগম বলেন, চেক বই নিতে এসে দেখি একাউন্টে টাকা নাই। স্বামীর কথা মতো প্রাইম ব্যাংকে একাউন্ট খুলেন তিনি।

সাচার থেকে আসা গ্রাহক সুমি আক্তার বলেন, স্বামীর কথামতো ব্যাংকে টাকা চেক করতে গিয়ে দেখি একাউন্ট শূন্য। এটা কিভাবে সম্ভব? কোন প্রকার ওটিপি বা ম্যাসেজ আসেননি। আমরা টাকাগুলো ফেরত চাই।

ব্যাংক স্ট্যাটমেন্টে দেখা যায়, গেল ২৫ জুন মাসুদা বেগমের একাউন্ট থেকে ৭ বারে ৮০ হাজার টাকা, ২৬ জুন ৪১ হাজার টাকা বিকাশের মাধ্যমে টাকাসহ মোট ১ লাখ ২১ হাজার টাকা কেটে নেয়া হয়।

অন্যদিকে সুমি আক্তারের একাউন্ট থেকে ২৬ জুন তিনবারে ৫৫ হাজার, ২৯ জুন ৪ বারে ৭৭ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৭ হাজার বিকাশে কেটে নেয়া হয়।

হাজীগঞ্জ প্রাইম ব্যাংক শাখার ম্যানেজার মুহাম্মদ আবু সাঈদ ভুঁইয়া কথা বলতে নারাজ হলেও মিডিয়া কর্মকর্তা নাজির হোসেন বলছেন, দুই গ্রাহকের একই নিয়মে টাকা লেনদেন হয়েছে। বিকাশের মাধ্যম তাদের এই লেনদেন হয়। এই ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ বিভাগ।

সোমবার মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল ফেডারেল সিআইডি পরিচালকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান স্থানীয় সাংবাদিকদের সামনে এ তথ্য জানান।

তিনি বলেন, আটক বাংলাদেশিরা আইএস-এর চরমপন্থী বিশ্বাস এবং জঙ্গী কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মতাদর্শ ছিল সহিংস। নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইন ২০১২ (সোসমা) এর অধীনে তাদের আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের অধিকতর তদন্তের জন্য আটক রাখা হচ্ছে। গ্রেফতার করা কয়েকজনকে ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।

সম্প্রতি আইএস এর কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি জানান, মামলা এবং তদন্তের আরও বিস্তারিত জানাতে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেন, ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া সমন্বিত নিরাপত্তা অভিযান সেলাঙ্গর এবং জোহর বারু প্রদেশে তিনটি ধাপে পরিচালিত হয়।

আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু দায়রা আদালতে দন্ডবিধির সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এর অধীনে অভিযোগ আনা হয়েছে। আরও ১৫ জনকে কারাদন্ড দিয়ে আদেশ জারি করা হয়েছে এবং ১৬ জন এখনও জঙ্গী আন্দোলনে জড়িত থাকার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিশেষ শাখার সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে, এই দলটি দেশে আইএস-অনুপ্রাণিত মতাদর্শ চালু করেছে এবং বাংলাদেশি কমিউনিটি থেকে সদস্য নিয়োগ করাচ্ছে।