প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না:মাকসুদুর রহমান

Oplus_131072

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না। আগামি জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। আর কোনো লুটেরাদের হাতে ক্ষমতা তুলে দিতে চায় না। পরিবর্তিত সময়ে জনগণ ভালো কিছু পরিবর্তন আশায় উন্মুখ হয়ে আছে।
আগামি ২৮ জুন রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত যৌক্তিক রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষে আজ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা উপদেষ্টা আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহ, সদর উপজেলা যুব আন্দোলন সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান, সেক্রেটারি মনির হোসাইন, সাদ্দাম হোসাইন, হাফেজ হাবিবুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন