খুঁজুন
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২

ইসরায়েলি হামলায় ফ্লোটিলা আটকে ক্ষুব্ধ বিশ্ব, গাজায় নতুন বহর পাঠানোর ঘোষণা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় ফ্লোটিলা আটকে ক্ষুব্ধ বিশ্ব, গাজায় নতুন বহর পাঠানোর ঘোষণা

গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সাহায্যবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে গাজার উপকূলের কাছে পৌঁছালে বহরের শেষ নৌযান ‘ম্যারিনেট’-এ উঠে পড়ে ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক সমুদ্রসীমায় সংঘটিত এই অভিযান ফ্লোটিলার এক মাসেরও বেশি সময়ের প্রচেষ্টাকে থামিয়ে দেয়। বহরের মোট ৪২টি নৌযান আটক হয়েছে বলে জানায় ফ্লোটিলা কর্তৃপক্ষ। এতে প্রায় ৪৫৮ জন মানবাধিকারকর্মী ছিলেন। তবে ইসরায়েলি পুলিশের দাবি, সংখ্যা ৪৭০ জনের বেশি।

আটক অভিযানের পর ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার মধ্যেও তারা থেমে নেই। নতুন করে ১১টি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ আছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। এ বহরে রয়েছেন প্রায় ১০০ জন সাংবাদিক ও চিকিৎসক।

বৃহস্পতিবার রাতেই ইউরোপ, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্পেনের বার্সেলোনায় প্রায় ১৫ হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। বিক্ষোভকারীরা স্টারবাকস, বার্গার কিং ও ক্যারেফোরের মতো প্রতিষ্ঠান ভাঙচুর করেন।

আয়ারল্যান্ডের সংসদ ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হয়ে ফ্লোটিলার প্রতি সংহতি প্রকাশ করেন।

ইতালিতে ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘট ডেকে নেয়। শুধু রোমেই প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেন দুই লাখেরও বেশি মানুষ। শিক্ষার্থীরা মিলান ও রোমের বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নেয়।

প্যারিসে প্লেস দে লা রিপাবলিকে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়।

মার্সেইতে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধের চেষ্টা করলে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া বার্লিন, ব্রাসেলস, হেগ, ইস্তাম্বুল, তিউনিস, ব্রাসিলিয়া, বুয়েনস আইরেস, সিডনি, কুয়ালালামপুর ও শিকাগোতেও বিক্ষোভ হয়েছে।

শুক্রবার ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, আটক হওয়া মানবাধিকারকর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। অন্যদিকে, ইতালির চারজন অধিকারকর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল।

৩১ আগস্ট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) গাজায় খাদ্য ও ওষুধবাহী বহর পাঠানোর ঘোষণা দেয়। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই মিশনে যোগ দিয়েছিলেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।

ইসরায়েলের অভিযানে বহরের নৌযানগুলো আটক হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে ক্ষোভের ঝড় তুলেছে এই ঘটনা। পর্যবেক্ষকরা বলছেন, রাষ্ট্রীয় নীরবতার বিপরীতে বিশ্বব্যাপী সাধারণ মানুষের বিক্ষোভই এখন গাজা অবরোধ ভাঙার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।