
গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সাহায্যবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে গাজার উপকূলের কাছে পৌঁছালে বহরের শেষ নৌযান ‘ম্যারিনেট’-এ উঠে পড়ে ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক সমুদ্রসীমায় সংঘটিত এই অভিযান ফ্লোটিলার এক মাসেরও বেশি সময়ের প্রচেষ্টাকে থামিয়ে দেয়। বহরের মোট ৪২টি নৌযান আটক হয়েছে বলে জানায় ফ্লোটিলা কর্তৃপক্ষ। এতে প্রায় ৪৫৮ জন মানবাধিকারকর্মী ছিলেন। তবে ইসরায়েলি পুলিশের দাবি, সংখ্যা ৪৭০ জনের বেশি।
আটক অভিযানের পর ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার মধ্যেও তারা থেমে নেই। নতুন করে ১১টি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ আছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। এ বহরে রয়েছেন প্রায় ১০০ জন সাংবাদিক ও চিকিৎসক।
বৃহস্পতিবার রাতেই ইউরোপ, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্পেনের বার্সেলোনায় প্রায় ১৫ হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। বিক্ষোভকারীরা স্টারবাকস, বার্গার কিং ও ক্যারেফোরের মতো প্রতিষ্ঠান ভাঙচুর করেন।
আয়ারল্যান্ডের সংসদ ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হয়ে ফ্লোটিলার প্রতি সংহতি প্রকাশ করেন।
ইতালিতে ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘট ডেকে নেয়। শুধু রোমেই প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেন দুই লাখেরও বেশি মানুষ। শিক্ষার্থীরা মিলান ও রোমের বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নেয়।
প্যারিসে প্লেস দে লা রিপাবলিকে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়।
মার্সেইতে অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধের চেষ্টা করলে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া বার্লিন, ব্রাসেলস, হেগ, ইস্তাম্বুল, তিউনিস, ব্রাসিলিয়া, বুয়েনস আইরেস, সিডনি, কুয়ালালামপুর ও শিকাগোতেও বিক্ষোভ হয়েছে।
শুক্রবার ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, আটক হওয়া মানবাধিকারকর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। অন্যদিকে, ইতালির চারজন অধিকারকর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল।
৩১ আগস্ট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) গাজায় খাদ্য ও ওষুধবাহী বহর পাঠানোর ঘোষণা দেয়। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই মিশনে যোগ দিয়েছিলেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
ইসরায়েলের অভিযানে বহরের নৌযানগুলো আটক হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে ক্ষোভের ঝড় তুলেছে এই ঘটনা। পর্যবেক্ষকরা বলছেন, রাষ্ট্রীয় নীরবতার বিপরীতে বিশ্বব্যাপী সাধারণ মানুষের বিক্ষোভই এখন গাজা অবরোধ ভাঙার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে