রূপসা আহমদিয়া মাদরাসা’র আলিম শিক্ষার্থীদের নবীন বরণ


রূপসা আহমদিয়া মাদরাসা’র আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, ছবক ও ইসলামিক সংস্কৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাদারসার হল রুমে মাদরাসার গভর্নিং বডির সভাপতি মইদুর রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা আহমদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল পাটওয়ারী, সহকারী অধ্যাপক শরীফ হোসাইন মিয়াজী, উপজেলা যুবদলের সি.সহসভাপতি ফারুক খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া এবং শ্রেণী শিক্ষা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষকদের সম্মান করা, গুরুজনদের সম্মান করা, আদব শিখা এবং শিক্ষার মাধ্যমে প্রকৃত জ্ঞানার্জন হলো প্রকৃত শিক্ষা।
আমাদের সমাজে একটি ট্রেন্ড চালু আছে বিশেষ করে মাদ্রাসা পরবা শিক্ষার্থীদের ক্ষেত্রে। মাদ্রাসা থেকে দাখিল পাশ শেষে সকলেই কলেজে ভর্তি হওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু এটি সঠিক পথ নয়। যে সকল শিক্ষার্থী মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে, তাদের উচিত মাদ্রাসা লাইনের মাধ্যমেই তাদের লেখাপড়াটা সম্পূর্ণ করা। কারণ অসম্পূর্ণ জ্ঞানার্জন অনেক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আমাদের যদি মাদ্রাসা লাইনে পড়ার পরে জেনারেল লাইনে পড়ার ইচ্ছা হয় তবে অবশ্যই সেটা সম্ভব। আপনি ইচ্ছে করলেই একাধিক বিষয়ে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করতে পারবেন।
ছেলেরা অবশ্যই আধুনিক হবে তবে, তাদেরকে ইসলামী মূল্যবোধ, শিক্ষা, ধর্মীয় আচার আচরণ এসব বিষয়ে খেয়াল রেখেই করতে হবে।
মেয়েরা যদি শিক্ষিত হয়, তাহলে তার পরিবার সবচেয়ে বেশি উপকৃত হয়। সে তার পরিবারকে ভালোভাবে পরিচালনা করতে পারে। তাদের কেউ ইসলামী শিষ্টাচার, পোশাক নির্বাচন এবং আদপের বিষয় খেয়াল রাখতে হবে।
সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করছে। মাদ্রাসা পড়ুয়া অনেক শিক্ষার্থী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে নিয়মিত পড়ালেখা করছেন এখন। তাই হতাশা নয়, আমরা আশাবাদী আগামীতে এদেশে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে।
এর আগে মাদরাসা’র আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিযে নবীন বরণ করে নেয়া হয়। পরে ছবক অনুষ্ঠান ও ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন