খুঁজুন
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ়, ১৪৩২

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে ছয় শিক্ষার্থীর আত্মহত্যা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে ছয় শিক্ষার্থীর আত্মহত্যা

গতকাল প্রকাশিত হলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল। পরীক্ষায় ফেল করায় এবং কাঙ্ক্ষিত ফল অর্জন না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা করে একজন।

এসব আত্মহত্যা ঘটেছে বরিশাল, বগুড়া, কুমিল্লা, দিনাজপুর ও গাইবান্ধায়। এর মধ্যে বরিশালে মারা গেছে দুজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালায়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তারা হলো হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে অর্পিতা মাতুব্বর (১৬) ও বাবুগঞ্জে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মীম ইসলাম (১৬)। অপর তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গোল্ডেন এ-প্লাস না পেয়ে বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে ও আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে লাবণ্য আক্তারর (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে পৌরশহরের নূরপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

দিনাজপুরের হিলিতে পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। রিতা দিনাজপুরের হাকিমপুর উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

কুমিল্লার বুড়িচংয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে। সে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তাফার মেয়ে এবং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এবার ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর সব শিক্ষা বোর্ড মিলিয়ে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ ছাত্রী। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় সাংবাদিক ক্লাবে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ঝন্টু দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুভাষ মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা খোকন পোদ্দার, সহ-সভাপতি চন্দন দত্ত, টুটুল চক্রবর্তী, সম্পাদক শান্ত মাষ্টার, সুনিল দাস, রতন দত্ত, সাংগঠনিক সম্পাদক বিকাশ প্রধান, অর্থ সম্পাদক মেঘনাদ কর্মকার, প্রচার সম্পাদক জীবন সরকার, সাংস্কৃতিক সম্পাদক দুলাল ঘোষ, ভাসান ঘোষ, সাংবাদিক নারায়ণ রবিদাস প্রমূখ।

চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানিয়েছে, চাঁদাবাজি নয়, একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের একসঙ্গে ব্যবসাও ছিল।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, ভাঙারি ব্যবসা এবং দোকানে কারা ব্যবসা করবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তারা সম্পর্কিত। তারা একসঙ্গে কিছুদিন ব্যবসা করেছেন। যখন ব্যবসার লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা বিবাদে লিপ্ত হন। এর ফলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

ঘটনার বর্ণনা দিয়ে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম বলেন, বুধবার বিকেল ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ১০ জুলাই এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ১১ জুলাই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব কর্তৃক আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামের আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, শুক্রবার রাতে মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

লালবাগ বিভাগের ডিসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় মূল রহস্য উৎঘাটন, সংশ্লিষ্ট সব অপরাধী গ্রেফতার এবং সোহাগ কেন এই ঘটনার শিকার হলো তা উৎঘাটনের জন্য একটি চৌকস টিম গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুরে মফস্বল সাংবাদিকতায় হাতে খড়ি ১৬ ক্লাসের কর্মশালা সম্পন্ন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
চাঁদপুরে মফস্বল সাংবাদিকতায় হাতে খড়ি ১৬ ক্লাসের কর্মশালা সম্পন্ন

চাঁদপুরে এই প্রথম প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সাংবাদিকতায় আগ্রহী এবং এই পেশায় যুক্ত আছেন এমন ৬০ জনের অংশগ্রহণে ১৬ ক্লাসে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সমাপনী ক্লাসে দুটি নির্ধারিত বিষয় প্রশিক্ষণ দেন যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার শাহাদাত হোসেন এবং চ্যানেল ২৪ এর সিনিয়র সংবাদ উপস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ।

এর আগে গত ২৫ এপ্রিল চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহীদের প্রতিটি ক্লাসে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি গ্রুপ ভিত্তিক বিভিন্ন কর্মসম্পাদন করানো হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে যারা সাংবাদিকতায় আগ্রহী এবং বিভিন্ন গণমাধ্যমে সংযুক্ত আছেন তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারণ তারা ইচ্ছে থাকলেও প্রশিক্ষণের সুযোগ পান না।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব বলেন, সাংবাদিক সমিতি নামে আমরা নিবন্ধিত সংগঠন। এর উদ্দেশ্যে হচ্ছে আমার আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি পেশাগত উন্নয়ন করা। সমিতির প্রতিষ্ঠার শুরুতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছি। এটি অব্যাহত থাকবে।