খুঁজুন
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র, ১৪৩২

চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানিয়েছে, চাঁদাবাজি নয়, একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের একসঙ্গে ব্যবসাও ছিল।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, ভাঙারি ব্যবসা এবং দোকানে কারা ব্যবসা করবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তারা সম্পর্কিত। তারা একসঙ্গে কিছুদিন ব্যবসা করেছেন। যখন ব্যবসার লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা বিবাদে লিপ্ত হন। এর ফলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

ঘটনার বর্ণনা দিয়ে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম বলেন, বুধবার বিকেল ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ১০ জুলাই এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ১১ জুলাই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব কর্তৃক আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামের আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, শুক্রবার রাতে মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

লালবাগ বিভাগের ডিসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় মূল রহস্য উৎঘাটন, সংশ্লিষ্ট সব অপরাধী গ্রেফতার এবং সোহাগ কেন এই ঘটনার শিকার হলো তা উৎঘাটনের জন্য একটি চৌকস টিম গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ

আল-আমীন পারভেজ
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ

“নব দিগন্ত গড়বে পথ, তারুণ্য চেতনায় করব শপথ” — এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলার মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, রবিবার সকালে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের পুরানো ভবনের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন স্যার।

আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরিফ উল্লাহ স্যার। নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক, মতলব বার্তার নির্বাহী সম্পাদক ও চাঁদপুর টিভি’র চেয়ারম্যান আল আমীন পারভেজ, নিশ্চন্তপুর ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের সহকারি অধ্যাপক জয়নাল আবেদীন স্যার, আইসিটি প্রভাষক সমীর ঘোষ, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন তরুণ সংগঠক ও নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকন সরকার, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সোহেল মুন্সি, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ইমন খান, নিশ্চিন্তপুর সূর্য তরুণ ক্লাবের প্রতিষ্ঠাতা আবুল কাশেম মুন্সি, পদুয়া ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহাদাত, মেডিফাস্ট মেডিকেল সার্ভিস এর সিনিয়র ইনচার্জ পাখি আক্তার।

অনুষ্ঠানে নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম, মেরাজ উদ্দিন শুভ, ছাব্বির হোসেন ও মহোসেনা আক্তার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বই ঘর লাইব্রেরি’র স্বত্বাধিকারী ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার মোসলেম উদ্দিন শিপন।

পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ইমাম হোসেন মোস্তাফি। দোয়া ও মিলাদ শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী সম্পন্ন হয়।

বিজয়ী’র উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার বিতরণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
বিজয়ী’র উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার বিতরণ

চাঁদপুর সদর পুরান বাজারের মাদ্রাসার শিশুদের বিশুদ্ধ পানির জন্য ফিল্টার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন “বিজয়ী”।

রবিবার বিকালে আল আফসা মাদ্রাসায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শিক্ষার্থীদের হাতে পানির ফিল্টার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে “বিজয়ী” নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে। শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, শীত বস্ত্র, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামীতেও আমরা করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোন সমস্যা হলে ,বই খাতা কলমের প্রয়োজন হলে জানাবেন আমি যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।

এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ “বিজয়” এর কর্মকর্তাবৃন্দ।

জেলা মৎস্যজীবী দলের উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
জেলা মৎস্যজীবী দলের উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের বড়স্টেশনে চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মৎস্য পোনা অবমুক্তকরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল।

চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজালাল মিশন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা তাঁতী দলের সাবেক সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক বাদল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হানিফ বকাউল, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ওচমান খান, পৌর ছাত্রদল সাবেক আহ্বায়ক মামুন খান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ একটি ব্যতিক্রমধর্মী আয়োজন।চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তারুণ্যে অগ্রদূত। তার নির্দেশেই এই মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। এমন একজন নেতা পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক রাজিব দাসসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, তাঁতী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।