চাঁদপুরে এই প্রথম প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সাংবাদিকতায় আগ্রহী এবং এই পেশায় যুক্ত আছেন এমন ৬০ জনের অংশগ্রহণে ১৬ ক্লাসে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সমাপনী ক্লাসে দুটি নির্ধারিত বিষয় প্রশিক্ষণ দেন যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার শাহাদাত হোসেন এবং চ্যানেল ২৪ এর সিনিয়র সংবাদ উপস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ।
এর আগে গত ২৫ এপ্রিল চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহীদের প্রতিটি ক্লাসে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি গ্রুপ ভিত্তিক বিভিন্ন কর্মসম্পাদন করানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে যারা সাংবাদিকতায় আগ্রহী এবং বিভিন্ন গণমাধ্যমে সংযুক্ত আছেন তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারণ তারা ইচ্ছে থাকলেও প্রশিক্ষণের সুযোগ পান না।
সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব বলেন, সাংবাদিক সমিতি নামে আমরা নিবন্ধিত সংগঠন। এর উদ্দেশ্যে হচ্ছে আমার আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি পেশাগত উন্নয়ন করা। সমিতির প্রতিষ্ঠার শুরুতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছি। এটি অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.