খুঁজুন
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ়, ১৪৩২

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে ছয় শিক্ষার্থীর আত্মহত্যা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে ছয় শিক্ষার্থীর আত্মহত্যা

গতকাল প্রকাশিত হলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল। পরীক্ষায় ফেল করায় এবং কাঙ্ক্ষিত ফল অর্জন না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ছয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস না পাওয়ায় আত্মহত্যা করে একজন।

এসব আত্মহত্যা ঘটেছে বরিশাল, বগুড়া, কুমিল্লা, দিনাজপুর ও গাইবান্ধায়। এর মধ্যে বরিশালে মারা গেছে দুজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালায়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তারা হলো হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে অর্পিতা মাতুব্বর (১৬) ও বাবুগঞ্জে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মীম ইসলাম (১৬)। অপর তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গোল্ডেন এ-প্লাস না পেয়ে বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে ও আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে লাবণ্য আক্তারর (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে পৌরশহরের নূরপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

দিনাজপুরের হিলিতে পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। রিতা দিনাজপুরের হাকিমপুর উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

কুমিল্লার বুড়িচংয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে। সে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তাফার মেয়ে এবং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এবার ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর সব শিক্ষা বোর্ড মিলিয়ে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ ছাত্রী। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

শেখ ফরিদ আহমেদ মানিক’র সাথে এনসিপির জেলা ও সদর সমন্বয় কমিটির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ণ
শেখ ফরিদ আহমেদ মানিক’র সাথে এনসিপির জেলা ও সদর সমন্বয় কমিটির শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর সাথে এনসিপির নবগঠিত চাঁদপুর জেলা ও সদর উপজেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ২৩ ই জুলাই জাতীয় নাগরিক পার্টির পথসভার প্রোগামের দাওয়াতি কার্ড পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, যুগ্ম সমন্বয়কারী ও চাঁদপুর সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর সদর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী সাইফুর রহমান গাজী, মুফতি মাহমুদ হাসান, আরিফ হোসাইন, সাইফুল ইসলাম সহ জাতীয় যুব শক্তির স্থানীয় সংগঠক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্থানীয় সংগঠকবৃন্দ।

ফরিদগঞ্জে পরিত্যক্ত বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
ফরিদগঞ্জে পরিত্যক্ত বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার মিরপুর তরফদার বাড়ির একটি পরিত্যক্ত বাগান থেকে পুলিশ মো.হাসানুর রহমান (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানান, তিনি এক ছেলে ও দু’মেয়ের জনক। নিহত হাসানুর রহমান পৌরসভার নোয়াগাঁও এলাকার মিজি বাড়ির বাসিন্দা এবং মৃত খোকন মিজির ছেলে।

শুক্রবার বিকেলে তরফদার বাড়ির বাগানে ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম,ওসি তদন্ত রাজীব চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল আসে। যুবকের রহস্যজনক মৃত্যু সংবাদ পেয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্টে বলেন, নিহতের দু’হাতে বিদ্যুৎস্পৃষ্টের মতো দগদগে চিহ্ন রয়েছে। তার কোমরে একটি ছুরিও ছিল।

নিহতের মেয়ে তানজিনা বলেন, বৃহস্পতিবার রাতে আমার বাবা মাছ ধরতে বের হন। এরপর কিছু লোক তাকে খুঁজতে আসে। পরে তাকে মুখ চেপে ধরে মারধর করে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

তিনি অভিযোগ করে আরও বলেন, ১৯ জুন ছোল্লা বাড়ির খালেকের ছেলে হাছানের ঘরে চুরির ঘটনা ঘটে। সে সময় আমার বাবার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

নিহতের বড় ভাই শরীফ বলেন, চুরির ঘটনায় হাছান নামে এক ব্যক্তি বহিরাগত লোকজন এনে আমার ভাইকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আজকে সেই হুমকি বাস্তব হলো। আমরা এ হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলম বলেন, শুক্রবার দুপুরের পর স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাসানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের হাতে বিদ্যুৎস্পৃষ্টের মতো চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও মৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, দস্যুতা, ছিনতাই ও মাদকের সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

রামপুরে জুলাই আগস্ট বিপ্লবী শহীদদের স্মরনে বৃক্ষ রোপন ও বিতরন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
রামপুরে জুলাই আগস্ট বিপ্লবী শহীদদের স্মরনে বৃক্ষ রোপন ও বিতরন

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে জুলাই- আগস্ট বিপ্লবী শহীদদের স্বরনে বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দেশ নায়ক তারেক রহমান ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশনায় বিএনপি নেতা রামপুর ইউনিয়নের কৃতি সন্তান জে. এম. মেহেদী মাসুদ মিঠু এর সার্বিক ব্যাস্থপনায় ও ছাত্র দলের আয়োজনে শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়নের ছোটসুন্দর, সকদি পাঁচগাঁও, আলগী পাঁচগাঁও, পাঁচবাড়িয়া, বদরখোলা, দেবপুর, কামরাঙ্গা, মনিহার সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ লোকজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সহাস্রধিক ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রামপুর ইউনিয়নের কৃতি সন্তান জে. এম. মেহেদী মাসুদ মিঠু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আকাশ, বিএনপি নেতা এম. আই. খলিল, খালেদ হোসন সমর, মোস্তফা বেপারী, বাশু মেম্বার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শান্ত চৌধুরী, বর্তমান ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুজন গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন কামরাঙ্গা কলেজ ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা শরীফ হোসেন রীপ্ত, মুরাদ হোসেন, শুক্কুর হোসেন, রাকিব হোসেন, সিয়াম, জাহিদুল, মাহি, আশ্রাফুল সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।