বিজয়ী’র উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার বিতরণ


চাঁদপুর সদর পুরান বাজারের মাদ্রাসার শিশুদের বিশুদ্ধ পানির জন্য ফিল্টার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন “বিজয়ী”।
রবিবার বিকালে আল আফসা মাদ্রাসায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শিক্ষার্থীদের হাতে পানির ফিল্টার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে “বিজয়ী” নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে। শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, শীত বস্ত্র, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামীতেও আমরা করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোন সমস্যা হলে ,বই খাতা কলমের প্রয়োজন হলে জানাবেন আমি যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।
এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ “বিজয়” এর কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন