চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভূমি সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত


চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক ভূমি সংক্রান্ত (রাজস্ব) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে সদরের সকল ভূমি অফিস কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এ সময় তিনি বলেন, এদেশের মানুষকে ভূমি জটিলতা থেকে মুক্ত করতে হলে আমাদেরকেই সবচেয়ে বেশি কাজ করতে হবে। চাঁদপুর সদরের মধ্যে যে সকল জলমহাল মালিক বিহীন রয়েছে বা মালিকদের খুজে পাওয়া যাচ্ছে না তা সরকারের আয়ত্তে নিয়ে আসতে হবে। এছাড়াও আমাদের মূল দায়িত্ব হলো সরকারের ভূমি যেন কোনভাবেই ব্যাহত না হয় সে মোতাবেক আমাদের কাজ করতে হবে।
নবাগত সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিলেন্ড) বাপ্পি দত্ত রনির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের জিপি এডভোকেট এ জেড এম রফিকুল হাসান, ভিপি জিপি এডভোকেট আলম খান মঞ্জু, চাঁদপুর পৌর ভূমি অফিস সহকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হাওলাদার, কানুনগো দেবব্রত দাস, বালিয়া ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা মাহবুব আলম, বাগাদি ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা নুরুল ইসলাম সোহাগ, ইব্রাহিমপুরের মহিউদ্দিন, হানারচরের মাহমুদা বেগম বিষ্ণুপুরের ভূমি অফিস কর্মকর্তা আসমা বেগম।
আপনার মতামত লিখুন