মতলব দক্ষিণে জাতীয় যুবদিবস পালিত


মতলব দক্ষিণ উপজেলায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও পেইজ ডেভেলপমেন্ট সেন্টার যৌথ আয়োজনে ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্তি হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আ.ক.ম মুহসীনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, মতলব পৌরসভার প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর মোঃ জাহিদ হোসেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি, মোঃ আবু সুফিয়ান মিয়া, সহকারী কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি মতলব রেনেসা ইয়থ ক্লাবের আহবায়ক এম এ ইদ্রিস খান।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম রায়হান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমসহ যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী ও সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন