খুঁজুন
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র, ১৪৩২

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পরিবেশ সুরক্ষা বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে চাঁদপুরে উদযাপন হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এসব অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সকালে দিবসের প্রথমে সার্কিট হাউজ থেকে র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তারপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, এ বছর পরিবেশ দিবসে গুরুত্ব দেয়া হয়েছে প্লাস্টিক দূষণ। পরবর্তী বছর হয়ত নদী দূষণ নিয়ে জোর দেয়া হবে। কোন কিছুই বাদ যাবে না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পরিবেশ রক্ষায় নানা প্রস্তাব করতে পারি। প্রশাসনেরও কাজের মধ্যে সীমাবদ্ধতা আছে। একা সব কাজ করা সম্ভব নয়। তবে আপনারা দেখেছেন এখন কাপড়ের বাজারে প্লাস্টিক ব্যবহার হয় না। ব্যবহার হয় সব্জি ও মুদি দোকানে।

তিনি বলেন, প্লাস্টিক বা পলিথিন ব্যবহারে একটি পক্ষ উৎপাদন করছে এবং ব্যবহার করছে। আরেকটি পক্ষ ব্যবহার করছে না। এই দুটি পক্ষই একই শহরে অবস্থান করছে। এক্ষেত্রে সব সময় প্রশাসনের পক্ষে আইন প্রয়োগ করা সম্ভব হয় না। পরিবেশ বাঁচাতে হলে রাষ্ট্রের পাশাপাশি আমাদের প্রত্যেককে সচেতন হবে। একেবারে প্রত্যন্ত অঞ্চল কিংবা যেখান থেকে শিশুরা শৃঙ্খলা শিখবে সেখান থেকে পরিবেশবাদী সংগঠনগুলো কাজ শুরু করতে পারেন।

ডিসি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ব্যবহার কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। জমিতে জৈব সার ব্যবহার না করে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেয়া হচ্ছে। একটি সুন্দর পরিবেশে শুধুমাত্র মানুষই বসবাস করবে তা নয়, বরং জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের পরিবেশকে ঠিক রাখতে হবে।

তিনি বলেন, জেলা প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করার জন্য সাধারণ মানুষের সমর্থন বেশি প্রয়োজন। তাহলে যে কোন উদ্যোগ নিয়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব। জলাবদ্ধতার জন্যও আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে। তবে আমরা নদী থেকে বালু উত্তোলন কমিয়ে আনতে অনেকটা সক্ষম হয়েছি। এই বিষয়ে আমাদের জনমত গড়ে তুলতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় শিশু কিশোরদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব। বেশ কিছু বছর আগেও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব নিয়ম মেনে চলার প্রচলণ দেখা গেছে। শুধুমাত্র একাডেমিক শিক্ষাই নয়, শিক্ষকদের অল্প সময় হলেও বাকি বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলা প্রয়োজন।
চাঁদপুর পৌরসভা প্রসঙ্গে বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা জমি অধিগগ্রহণ করতে গিয়ে সমস্যায় পড়ছি। যখনই জমি অধিগ্রহণের জন্য জায়গান নির্ধারণ করা হয়, তখনই তারা জানতে চান এখানে কি হবে? বর্জ্য ব্যবস্থপনার কথা জানলে আর রাজি হন না।
মোহসীন উদ্দিন বলেন, পরিবেশ বাঁচাতে হলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। আসুন, কিভাবে চাঁদপুরের পরিবেশকে ঠিক রাখতে পারি সেসব বিষয়ে উদ্যোগ গ্রহণ করি। এক্ষেত্রে প্রশাসনের চাইতে অনেক বেশি কাজ করতে পারবে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রণি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকাওয়াত জামিল সৈকত।

স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান। দিবসের মূল প্রতিপাদ্য, “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক ও পরিবেশ আন্দোলন কর্মী মো. আল-আমিন।

চাঁদপুর জেলার পরিবেশ ও বিরাজমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর আদালতের এপিপি অ্যাড. কাদের খান, সনাক চাঁদপুরের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী ও জেলা নদীর রক্ষা ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল-আকিব।

বক্তারা প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বিকল্প ব্যবহার ও বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এসব বিষয় সমাধানে সরকারি উদ্যোগ ও জনসাধারণের মাঝে সচেতনতা তৈরীর বিষয়ে আলোচনা করেন।

সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নির্ভরশীল আইটি এক্সপার্ট রাফান রাজ

আল-আমিন হাসান
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নির্ভরশীল আইটি এক্সপার্ট রাফান রাজ

চাঁদপুরের ছেলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য আইটি এক্সপার্ট হয়ে উঠছেন সারা বিশ্বে। ডিজিটাল দুনিয়ায় প্রতিদিনই বাড়ছে নানা ধরনের ঝুঁকি ও জটিলতা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা জিমেইল-এসব প্ল্যাটফর্মে প্রায়ই ব্যবহারকারীরা পড়েন আইডি হ্যাক, লগইন সমস্যা, ভেরিফিকেশন বা রিকভারি জটিলতায়।

আর এসব সমস্যার কার্যকর সমাধান করে চাঁদপুরের তরুণ রাফান রাজ স্থান করে নিয়েছেন তরুণদের আস্থার জায়গা।

রাফান রাজ মূলত একজন আইটি এক্সপার্ট। তিনি দীর্ঘদিন ধরে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এবং জিমেইলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জটিল সমস্যা সমাধান করে আসছে তার টিম। তার দক্ষতার মাধ্যমে অনেকেই হারানো কিংবা হ্যাক হওয়া একাউন্ট ফিরে পেয়েছেন। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছেন তার টিম।

স্থানীয় থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার তরুণ-তরুণী এবং প্রবাসীরাও তার টিমের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের নানা সমস্যা সামাধান করে নিচ্ছেন এক নিমিষেই। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে তিনি এবং তার টিম এখন ভরসার প্রতীক হয়ে উঠছেন।

রাফান রাজ বলেন, “প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, তবে এর ঝুঁকিও কম নয়। আমি চাই সাধারণ মানুষ যেন নির্ভয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। এজন্যই আমি চেষ্টা করি তাদের সমস্যার সমাধান দিতে।”

তিনি আরো বলেন, তিনি কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। তবুও তিনি থেমে নেই, তিনি তার উদ্যম দক্ষতায় এগিয়ে যেতে চান সফলতার চূড়ান্ত লক্ষ্যে মানুষের পাশে থেকে। তিনি বলেন যতই বাধা বিপত্তি আসুক আমি তা এড়িয়ে মানুষের জন্য কাজ করে যাবো।

ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার স্বপ্নও রয়েছে তার।

চাঁদপুরের তরুণ রাফান রাজ প্রমাণ করেছেন-দক্ষতা, মনোবল ও প্রশিক্ষণ থাকলে দ্রুত প্রতিষ্ঠিত হওয়া যায় এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়।

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আটক করা না হলে পরিনাম হবে ভয়াবহ’

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
‘আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আটক করা না হলে পরিনাম হবে ভয়াবহ’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের সম্মুখে চাঁদপুর কুমিল্লা মহসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ঘন্টা খানেক ব্লকেড করেন। এতে করে যান চলাচলে সাময়িক বিগ্ন ঘটে। পরবর্তীতের একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালি বাড়ী শপথ চত্বরে সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচিতে একত্বতা পোষণ করে অংশগ্রহন করেন এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জুলাই মঞ্চ, নিরাপদ সড়ক আন্দোলন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতা সহ আরো অনেকেই।

সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাছেলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জিওপি’র সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা খেলাফত মজিলিসের সভাপতি তোফায়েল আহমেদ, এনসিপি’র সদর উপজেলার মূখ্য সমন্বয়ক তামিম খান, এনসিপি নেতা সাইফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ.এম. শরীফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি.এম. মানিক, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি সৈয়দ সাকিবুল ইসলাম, জুলাই মঞ্চের পৌর আহ্বায়ক তুহিন আহমেদ, ছাত্রদের পক্ষে রাকিব ভূঁইয়া, সাগর হোসেনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ করে। এছাড় অন্তবর্তী সরকার ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।

বক্তারা বলেন, প্রথমে পুলিশ ও সেনাবাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়, তারপর জাতীয় পার্টি। ঘটনার সময় নুরুল হক নুর মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক বেধড়ক মারধর করে। এ ঘটনায় জিড়তদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরো বলেন, ইন্টিরিয়াম সরকারের সহযোগীতায় ফ্যাসিস্টদের দোষর জাতীয় পার্টি তাদের রাজনৈতিক কর্মকন্ড পরিচালনা করছেন এবং তাদের উপর ভর করে আওয়ামী ফ্যাসিবাদরা ফিরে আসার চেষ্টা করছেন। ২৪ এর বাংলায় রাজনিতি করার অধিকার হারিয়ে ফেলছেন। তাদেরকে যারা সহযোগীতা করবে তারাই হলো ফ্যাসিস্টদের দোষর।

ভিপি নুরের ওপর হামলা দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবে: মাকসুদুর রহমান

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
ভিপি নুরের ওপর হামলা দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবে: মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, ভিপি নুরের ওপর হামলা পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখতে হবে। নুরের ওপর হামলা রহস্য জন্ম দিয়েছে। কাদের ইশারায় ভিপি নুরের ওপর হামলা হয়েছে তা সরকারকে জনতার সামনে স্পষ্ট করতে হবে। এ হামলা ফ্যাসিবাদী কায়দায় হয়েছে। এ হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এ হামলা দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবে। পতিত সরকার জাতীয় পার্টি দিয়ে ট্রাম্পকার্ড খেলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মাওলানা নাছির উদ্দীন, মাওলানা হেলাল আহমাদ, মাওলানা আনসার আহমাদ, ডা. বেলাল হোসাইন, হাফেজ নেয়ামতুল্লাহ, মাওলানা আবু হানিফ, মাওলানা মজিবুর রহমান, আবুল বাশার, ফয়সাল আহমাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদীরা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।