খুঁজুন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২

৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় ব্যতিক্রমী আয়োজনে কৃষি কথা’র প্রদর্শনী

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় ব্যতিক্রমী আয়োজনে কৃষি কথা’র প্রদর্শনী

খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত ব্যতিক্রমী আয়োজন ‘কৃষি কথা’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা অবলম্বনে নির্মাণ করা হয় এই ডকু মুভি প্রদর্শনী।

বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের ব্যতিক্রমী আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি’র অষ্ট্রেলিয়া শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনের মনোনন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দেশ সংস্কারে ৩১ দফার ২৭তম দফা কৃষি সংস্কারের কথা প্রতিটি গ্রামে ও প্রতিটি কৃষকের কাছে পৌছে দেয়া হবে। কৃষক বাচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকই দেশের প্রাণ। তাই প্রতিটি কৃষকের কথা চিন্তা করে তারেক রহমান দেশ সংস্কারে ৩১ দফার মধ্যে এ দফাটি প্রস্তাবিত করেছেন। এতে দেশে কৃষকরা কি কি সমস্যার সম্মুখীন হয়, তা উত্তরনের উপায়, সুবিধা-অসুবিধা, ষার ও বীজ পেতে দেয়া হবে ফার্মার্স কার্ড। একটি কার্ডেই কৃষকের সকল সমস্যা সমাধান হবে।

এসময় ‘কৃষি কথা’র উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন স্থানীয় কৃষকবৃন্দ। অনুষ্ঠানে এলাকার প্রায় ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এসময় কৃষকরা খাদ্য উৎপাদনে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশি¬ষ্টদের অনুরোধ জানান।

পরে উপস্থিত কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সবশেষে কৃষকদের সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত ব্যতিক্রমী এ ডকুমেন্টারি ‘কৃষি কথা’র প্রদর্শনী করা হয়।

১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন খান।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৮০ জন নবীন সংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করেন।

হাইমচরে তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শরীফ হোসেন
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
হাইমচরে তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল হাইমচর উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আলগী বাজার আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠ হাইমচর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আয়োজনে এই পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং চাঁদপুর জেলা তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান লিটন।

হাইমচর উপজেলা তাঁতীদলের সভাপতি মোহাম্মদ হান্নান গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া পেদার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবদুল খালেক, প্রভাষক হারুনুর রশিদ গাজী, বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, চাঁদপুর জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান পাটোয়ারী, আরিফিন লিটন তালুকদার, মনির হোসেন প্রধানীয়া, আনোয়ার ছৈয়াল, সোলাইমান প্রধানিয়া, নারগিজ কবির, অলিউল্লাহ ছৈয়াল, মোঃ আসাদুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ বিশ্বাস সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি ও সাধারণ সভার পূর্বে অতিথিবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।

‘আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র’

আলোকিত চাঁদপুরে রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
‘আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন খোকন বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যম ছাড়া আমাদের মাঠজয় কাঙ্খিত রূপ পেত না।

শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলার চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, খেলাধুলার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন আরাফাত রহমান, তা আজও স্মরণীয়। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের টুর্নামেন্ট তার নামেই আয়োজন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে তার অবদানকে স্মরণ ও সম্মান জানাবার একটি অনন্য উদ্যোগ।

বিএনপির এই নেতা বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। এটি নিঃসন্দেহে আমাদের ক্রীড়া জগতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, একতা এবং চেতনার অনুশীলন।

আরাফাত রহমান কোকোর মতো ক্রীড়া সংগঠকের আদর্শে অনুপ্রাণিত হোক জানিয়ে তিনি বলেন, আজকের এই ফাইনাল ম্যাচ আপনাদের সবার জন্য মাইলফলক হয়ে উঠুক। অন্তহীন সংকল্প, অকুণ্ঠ উৎসাহ আর নিঃস্বার্থ খেলা দেখার মনোভাব নিয়ে মাঠের দিকে দৃষ্টিপাত করুন। আমি নিশ্চিত আজকের দিন ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক অমর স্মৃতি হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আ. মান্নান পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান পাটোয়ারী, বিএনপি নেতা মেশকাত হোসেন পাটোয়ারী, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন টুটুল, আতাহার হোসেন তানভীর, শারাফাত করিম শামীম প্রমুখ।

ফাইনাল খেলায় অষ্টগ্রাম একাদশ ও হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয়।