খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত ব্যতিক্রমী আয়োজন ‘কৃষি কথা’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা অবলম্বনে নির্মাণ করা হয় এই ডকু মুভি প্রদর্শনী।
বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের ব্যতিক্রমী আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি’র অষ্ট্রেলিয়া শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনের মনোনন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দেশ সংস্কারে ৩১ দফার ২৭তম দফা কৃষি সংস্কারের কথা প্রতিটি গ্রামে ও প্রতিটি কৃষকের কাছে পৌছে দেয়া হবে। কৃষক বাচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকই দেশের প্রাণ। তাই প্রতিটি কৃষকের কথা চিন্তা করে তারেক রহমান দেশ সংস্কারে ৩১ দফার মধ্যে এ দফাটি প্রস্তাবিত করেছেন। এতে দেশে কৃষকরা কি কি সমস্যার সম্মুখীন হয়, তা উত্তরনের উপায়, সুবিধা-অসুবিধা, ষার ও বীজ পেতে দেয়া হবে ফার্মার্স কার্ড। একটি কার্ডেই কৃষকের সকল সমস্যা সমাধান হবে।
এসময় ‘কৃষি কথা’র উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন স্থানীয় কৃষকবৃন্দ। অনুষ্ঠানে এলাকার প্রায় ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এসময় কৃষকরা খাদ্য উৎপাদনে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশি¬ষ্টদের অনুরোধ জানান।
পরে উপস্থিত কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সবশেষে কৃষকদের সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত ব্যতিক্রমী এ ডকুমেন্টারি 'কৃষি কথা'র প্রদর্শনী করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.