খুঁজুন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ, ১৪৩২

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে উওর সরবরাহ করায় হল সুপার গ্রেফতার

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
শাহরাস্তিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে উওর সরবরাহ করায় হল সুপার গ্রেফতার

শাহরাস্তির এস এস সি পরীক্ষা কেন্দ্র নং ৫, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উওর সরবরাহ করায় হল সুপার ও দেবকরা মারগুবা ড. শহীদউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আজমল হককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঐ কক্ষে দায়িত্বরত সহকারী হল সুপার ও ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে ঐ কেন্দ্রের সচিব আযাদ হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

সোমবার এসএসসির গনিত বিষয়ের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের (এমসিকিউ) উত্তর বলে দেওয়ার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদারের নজরে আসে। তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা শিক্ষক হল সুপার আজমল হকের নাম বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে। হল সুপার আজমল হক ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। পরবতীতে শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার (অব্যাহতি) পাওয়া অপর ২ শিক্ষকরা হলেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা আক্তার ও আনিছুর রহমান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা করা হবে।

এ বিষয়ে দায়িত্বরত কেন্দ্র সচিব আযাদ হোসেন জানান, অভিযুক্ত ৩ শিক্ষককে পরীক্ষার (চলতি) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খাঁন জানান, পরীক্ষায় অসুদপায় বা উওর বলে দেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ বিষয়ে কেন্দ্র সচিব বাদী হয়ে শাহরাস্তি থানায় নিয়মিত মামলা রুজু করেছেন। অভিযুক্ত শিক্ষককে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

কচুয়ায় প্রান্তিক কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন ও কর্মশালা

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
কচুয়ায় প্রান্তিক কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন ও কর্মশালা

কচুয়ায় পানি ব্যবহারের সুষ্ঠু এবং কার্যকর ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিএডিসির সেচ পাম্পের প্রান্তিক কৃষকদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সেচ বিভাগের কচুয়া উপজেলা বিএডিসির অফিসের আয়োজনে বাংলাদেশের পুষ্টি উদ্যোক্তা ও স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তরের বিষয়কের “দক্ষ সেচ ব্যবস্থাপনা” বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এলাকার কৃষক ও কৃষি সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরা। বিএডিসির চাঁদপুর জেলা সহকারী উপকৌশলী খলিলুর রহমানের সভাপতিত্বে ও কচুয়া বিএডিসির অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএডিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।

প্রশিক্ষণে বিশেষজ্ঞরা সেচ ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি, পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থায় বিভিন্ন সংকট ও তা সমাধানের কৌশল এবং কৃষিতে পানি ব্যবহারের সঠিক পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা করেন।

সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর

মনিরুজ্জামান বাবলু
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করেছে গণিত পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে পরীক্ষা শেষে তারা এই ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও সেনাবাহিনী। তবে কেউ আটক বা আহত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রটি ছিল রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও কিছু গ্লাস ভাঙচুর করেছে। কেউ আহত নেই। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে, তাদের শনাক্ত করে তাদের পরিবারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।

প্রাইম এশিয়ার শিক্ষার্থী হত্যা: সন্দেহভাজন ৩ আসামি রিমান্ডে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
প্রাইম এশিয়ার শিক্ষার্থী হত্যা: সন্দেহভাজন ৩ আসামি রিমান্ডে

রিমান্ডে নেওয়া সন্দেহভাজন তিন আসামি।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ এবং আল আমিন সানি।

সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তাদের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনজনই সন্দেহভাজন আসামি।

শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার একপর্যায়ে ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

ঘটনার পরদিন রবিবার পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।