শাহরাস্তিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে উওর সরবরাহ করায় হল সুপার গ্রেফতার


শাহরাস্তির এস এস সি পরীক্ষা কেন্দ্র নং ৫, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উওর সরবরাহ করায় হল সুপার ও দেবকরা মারগুবা ড. শহীদউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আজমল হককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঐ কক্ষে দায়িত্বরত সহকারী হল সুপার ও ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে ঐ কেন্দ্রের সচিব আযাদ হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
সোমবার এসএসসির গনিত বিষয়ের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের (এমসিকিউ) উত্তর বলে দেওয়ার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদারের নজরে আসে। তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা শিক্ষক হল সুপার আজমল হকের নাম বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে। হল সুপার আজমল হক ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। পরবতীতে শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার (অব্যাহতি) পাওয়া অপর ২ শিক্ষকরা হলেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা আক্তার ও আনিছুর রহমান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা করা হবে।
এ বিষয়ে দায়িত্বরত কেন্দ্র সচিব আযাদ হোসেন জানান, অভিযুক্ত ৩ শিক্ষককে পরীক্ষার (চলতি) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খাঁন জানান, পরীক্ষায় অসুদপায় বা উওর বলে দেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ বিষয়ে কেন্দ্র সচিব বাদী হয়ে শাহরাস্তি থানায় নিয়মিত মামলা রুজু করেছেন। অভিযুক্ত শিক্ষককে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন