কচুয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন


কচুয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে সচেতন নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে কচুয়া পৌরসভার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম. সাইফুল মিজান, সাংবাদিক নওসের আলম নসু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. শাহ এমরান খান ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক সাইম, ব্যাবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে নারীদের ধর্ষন, নিপীড়ন দিন দিন বেড়েই চলছে। বিভিন্ন যায়গায় নারীদের হেনস্তার শিকার হতে হয়। সামাজিক অবক্ষয় আজ চরম পর্যায়ে পৌছে গেছে। গত কয়েকমাসে কচুয়ায় কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা দায়ের হয় ও কয়েকজন ধর্ষক গ্রেফতার হয়। কিন্তু ধর্ষকদের মদদপুষ্ট ব্যাক্তিরা এসব ধর্ষন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করাসহ মামলার বাদী পক্ষকে ভয়ভীতি দেখিয়ে আসছে। ধর্ষকদের যৌন লালসা থেকে বাদ যায়নি বাকপ্রতিবন্ধীও। কচুয়ার আশ্রাফপুরের প্রতিবন্ধী ফাতেমা আক্তার ধর্ষণের শিকার হয়ে অন্ত:সত্তা হন, গত ৯ মার্চ স্থানীয় হাসপাতালে ফাতেমা বাচ্চা প্রসবের পর পরই ইন্তেকাল করেন।
ক্যাশন:
কচুয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে সচেতন নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে একাংশ।
আপনার মতামত লিখুন