খুঁজুন
রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ়, ১৪৩২

হাজীগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বীজ ডিলার প্রশিক্ষণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
হাজীগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বীজ ডিলার প্রশিক্ষণ

কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ডিলার প্রশিক্ষণ ২০২৪-২৫ রবিবার সকালে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।

তিনি বলেন, আপনারা যারা বিএডিসি’র সার ও বীজ ডিলার তারাইতো ব্যবসায়ী। আপনারা সব সময় চেষ্টা করেন আপনার ব্যবসা যেন ভালো থাকে। আপনি যেন লাভবান হোন, আর আপনি লাভবান হতে হলে যারা মাঠে ফসল ফলায় সেই কৃষককের কাছে যেতে হবে। কেননা, অনেক কৃষক বীজ সংগ্রহ করে এবং বাজারে বহু কোম্পানি বীজ বিক্রি করে। কিন্তু আপনারা সরকারি নিয়োগকৃত ডিলার, সরকারের সেলসম্যান অর্থাৎ বিক্রয়কর্মী। সরকারের একটা ব্যবসা আছে, আপনাদেরও ব্যবসা আছে অর্থাৎ একেকজন – একেকজনকে সহায়তা করছি। তাই আজকের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জাত সম্পর্কে ধারণা নিতে হবে, কৃষককের কাছে নতুন নতুন জাতের সাথে পরিচিত করতে হবে। বিএডিসি’ বীজ উৎপাদনে কৃষকের ভাগ্য পরিবর্তন হয়, ফলনটা নিরাপদ হয়।

তিনি আরো বলেন, কুমিল্লা নয় চাঁদপুর জেলাতে গুদামঘর হবে তবে শহরে থাকবে না। যেখানে একত্রে ৫ ও ৬ টি গাড়ি লোড- আনলোড করা যায়। এর মধ্যে বিএডিসি’র চেয়ারম্যানের সাথে কথা বলছি এবং আজকালের মধ্যে আবার কথা বলবো। এমন জায়গায়ই বিএডিসি’ বীজ ও সারের গুদামঘর করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্হানীয় সরকার উপপরিচালক মোঃ গোলাম জাকারিয়া, ঢাকা বিএডিসি’র প্রকল্প পরিচালক (এস এস এস এফসি) মোহাম্মদ মাহমুদুল আলম, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু তাহের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ সাইফুল হাসান আলামিন।

কুমিল্লা অঞ্চল বিএডিসি’র উপপরিচালক (বীজ বিপণন) মোঃ নিগার হায়দার খানের সভাপতিত্বে ও উপসহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় জেলা বীজ ডিলারের পক্ষে আবদুস সাত্তার খান ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার।

২০২৪ – ২৫ বিতরণ বর্ষে চাঁদপুর জেলার সর্বোচ্চ বোরো ধানবীজ উত্তোলন করায় মেসার্স রুপালী বীজ ভান্ডারের মোঃ আবদুল হক মিয়া ও ২০২৪ – ২৫ বিতরণ বর্ষে কুমিল্লা জেলার সর্বোচ্চ আউশ ধানবীজ উত্তোলন করায় মেসার্স ভূইয়া ট্রেডার্সের মোঃ মোশাররফ হোসেন ভূইয়া কে ধন্যবাদ ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।

জেলার প্রায় ৫০ জন বীজ ডিলার অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণে প্রকল্পের পরিচিত, লক্ষ্য, উদ্দেশ্য এবং বিএডিসি’র অঙ্গের কার্যক্রম ও ফলাফল অর্জনের রোডম্যাপ, বীজ বিতরণ বিভাগ কতৃক বিতরণকৃত বোরো, আমন ও আউশ ধান এবং গম, ডাল, তৈল, পাট, আলু এবং সবজি বীজের নতুন জাতসমূহের পরিচিত এবং সংশ্লিষ্ট বীজ ফসলের মাঠমান ও বীজমান। বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে নেটওয়ার্ক স্হাপন ও আন্তঃ কৃষি সম্পর্কিত বিভাগগুলোর সম্পর্ক উন্নয়নের গুরুত্ব, বীজ বিক্রয় চাহিদা নিরূপণ ও লক্ষ্যমাত্রা নির্ধারণ ও মুক্ত আলোচনা করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে জেলার সকল অংশগ্রহনকারী বীজ ডিলারগন সনদপত্র প্রদান করা হয়।

শাহরাস্তিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
শাহরাস্তিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে শাহরাস্তিতে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। রবিবার (৬ জুলাই) শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালিয়াপাড়া এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী, শাহ মোহাম্মদ আলী , সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক  আনোয়ার হোসেন আখন্দ, পৌর  বিএনপি সহ -সভাপতি  মোঃ আবুল কালাম, শফিউল্লাহ বাচ্চু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মাধ্যমিক শিঃ সঃ সঃ সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন এমএসসি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, পৌর  বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের  আহবায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহবায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি  এবি এম পলাশ,  সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী প্রমুখ।

বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই:হুমায়ুন কবির

আনিছুর রহমান সুজন
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই:হুমায়ুন কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেছেন, রাজনীতি কোন ব্যক্তির স্বার্থে হয় না। দেশ ও জনগণের স্বার্থেই রাজনীতি করতে হয়। গত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের স্বার্থে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে বলেই, আজ স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই পারে এই যাত্রাকে এগিয়ে নিতে। ফ্যাসিবাদী বিরোধী ঐক্যের প্রতীক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করবেন। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের মনে রাখতে হবে। দলের মধ্যে নেতৃত্ব ও মনোনয়ন পাওয়া নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন দলের ক্ষতি না করে, আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।

রোববার বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ আরাফাত হোটেলের পার্টি হাউজে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল।

এছাড়া বক্তব্য আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নজির আলী খান।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউনিয়ন পর্যায়ের সাংস্কৃতিক দলের জুয়েল পাটওয়ারী, মোঃ সাইফুল ইসলাম, শাহ আলম মাষ্টার, অহিদ ভূঁইয়া, কামাল হোসেন বেপারী, আমির হোসেন কালু, মামুনুর রহমান সুমন, হান্নান বরকন্দাজ, মোঃ নাজমুল ভূঁইয়া, মোঃ মমিন গাজী, জাহাঙ্গীর মিজি, শামীম পাটওয়ারী, রাশেদুল ইসলাম রাশেদ, তোফাজ্জল হাজী, মোঃ হুমায়ুন কবির, নাছির হাজী, মোঃ জাকির হোসেন, নুর আলম গাজী, বারেক ভূঁইয়া, তুহিন হাসান খান, মনির হোসেন, গিয়াস উদ্দিন খান, মাহাবুবু আলম কালু, মিজান বেপারী, ওয়াবেদ উল্যা ,নজির আলী খান, কামাল তপদার, মোঃ শাহাবুদ্দিন, জুলহাস মিয়া, সোহাগ ইসলাম বাবু, জয়নাল হাজী, মোঃ কিরন হোসেন, মানিক গাজী, শ্রী মনি কিশোর, মোতালেব হোসেন, আরমান মুন্সী, মোঃ নজরুল ইসলাম, খায়ের মিজি, রাশেদ দর্জি, মোঃ বিল্লাল হোসেন, সাদ্দাম মিজি, আলমগীর বেপারী, বাবর পাটওয়ারী, ফরিদ হোসেন, শিপন মুন্সী, সুমন গাজী, ইয়াছিন রিয়াদ, শ্রী সমর দাস, খোকন মিজি, এমরান পাটওয়ারী প্রমুখ।

এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি ও সাংষ্কৃতিক দলের নেতৃবৃন্দ।

মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো:আরিফুল ইসলাম
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফুটবল খেলায় যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: শাহাদাত হোসেন মারুফ।

এসময় তিনি বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: আরিফুল ইসলাম রুবেল।এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।

ফুটবল টুর্নামেন্টে মধ্য বালিয়া স্পোর্টিং ক্লাব দল ১-০ গোলে পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।