খুঁজুন
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক, ১৪৩২

আন্তর্জাতিক প্লাটফর্মে এক বছরে ১১২টি ভিডিও প্রকাশ করে বাংলাদেশি পর্ন তারকা জুটি: সিআইডি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্লাটফর্মে এক বছরে ১১২টি ভিডিও প্রকাশ করে বাংলাদেশি পর্ন তারকা জুটি: সিআইডি

বাংলাদেশে অবস্থান করে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষস্থানে থাকা সেই আলোচিত যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার ভোরে বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, ২০২৪ সাসের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

সোমবার বিকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে আসে, মুহাম্মাদ আজিম ও বৃষ্টি মাত্র এক বছরেই পর্নতারকাদের আন্তর্জাতিক পারফর্মার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম।

তিনি বলেন, ২০২৪ সাসের মে মাসে অন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতো। এভাবে খোলাখুলি এ প্রচারণায় পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতো। এসময় প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদেরকে প্রচুর করে বিভিন্ন বার্তা প্রকাশ করতো তারা আগ্রহীরা নতুন ক্রিয়েটর হওয়ার জন্য তাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ। যেমন, টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর এড করসে নগদ অর্থ প্রসান করা হবে মর্মে তারা বিজ্ঞাপন দিতো।

জসীম উদ্দিন খান বলেন, প্রাথমিক বিদ্যাদরের গণ্ডি পার হতে না পারা এ যুগল দরিজ পরিবার থেকে উঠে আসলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনধারার বহু ছবি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একইসাথে বেআইনি হওয়ায় সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট দ্রুততার সাথে এই পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ডাইপডসহ পন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুকরণসহ তাদেরকে আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মো. ইউসুফ বেপারী
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

oplus_4194304

হাজীগঞ্জে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

অভিযানকালে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্স নামের দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল আহমেদ, হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই মনির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন, সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থে এবং বাজারে সঠিক মূল্য ও গুণগতমান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ বলেন, যেসব ব্যবসায়ীর সার বিক্রির অনুমতি নেই, তারা যেন বিক্রি না করে। অননুমোদিত ব্যবসা থেকে বিরত থেকে কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিদর্শন করলেন সদর ইউএনও জামিউল হিকমা

শ্যামল সরকার
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
বিষ্ণুপুর ইউনিয়ন পরিদর্শন করলেন সদর ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলা ইউএনও এস.এম.এন জামিউল হিকমা ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকালে তিনি ইউনিয়ন পরিষদ ও ভুমি অফিস সশরীরে পরিদর্শন করেন।

এসময় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের প্রতিটি কক্ষ, ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কে দেখে খুবই আনন্দিত হয়েছি। দীর্ঘক্ষন বসে ছিলেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সচেতন নাগরিকদের কাছ থেকে বিষয় বস্তু গুনেন।

ইউপি সচিব হালিমা আক্তারের সার্বিক প্রচেষ্টায় ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ইউপি সদস্যগন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলে বলেন, এই ইউনিয়নটি একটি মাদক সয়লাব, কিশোরগ্যাং সহ এগুলোর প্রতিকার চেয়ে আগামীতে আমরা আমাদের এ বিষ্ণুপুর ইউনিয়নটি মাদক মুক্ত চাই।

এসময় তারা আরো বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কাঁচা রাস্তা, টিউবওয়েল এর অভাবে পানি পান না করা। এই কাজ গুলো হয়ে গেলেই আমরা সবাই ভালোভাবে বসবাস করতে পারবো।

পরে ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন কালে এস.এম.এন জামিউল হিকমাকে প্রশাসনিক কর্মকর্তা হালিমা আক্তার, ভূমি কর্মকর্তা আছমা খাতুন, ইউপি সদস্য হিসাব সহকারি মহসিন হাওলাদার, ইউনিয়ন ভুমি অফিস সহকারী শাহীন পাটোয়ারী ও গ্রাম পুলিশের সদস্যগণ ফুলেল শুভেচছা জানান।

সেখানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ কাজি, মোঃ আবু তাহের, সাবেক সভাপতি আব্দুল বারেক, ইসলামী আন্দোলনের সভাপতি বারেক হাওলাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলনের নেতবৃন্দগন।

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫

চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ ও ডব্লিউএইচও এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।

এসময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোহাম্মদ গোলাম রায়হান, (এসআইএমও ডব্লিএইচও) ডাঃ মালিহা পারভীন, জেলা সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট (ইনচার্জ) মুহাম্মদ আজিজুল ইসলাম সবুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন টিমকে সহযোগিতা করেন মতলব দক্ষিণ উপজেলার এমটি ইপিআই (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নয়ন সরকার।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম-২০২৫ উপলক্ষে চাঁদপুরে গত ১২ অক্টোবর চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে উদ্বোধন হয়। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে) ১৮ কর্ম দিবসে জেলায় টাইফয়েড টিকাদান প্রদানে ৮ লাখ ৫হাজার ২শ’ ৪৫জন শিশুকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী হচ্ছে ৫ লাখ ৪১হাজার ৮শ’৪৪জন। ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুর সংখ্যা ২লাখ ৬৩ হাজার ৪শ’ ১জন। ইতোমধ্যে ৪১ ভাগ শিশুর অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।এছাড়াও টিকা কার্যক্রমে অন্তর্ভূক্ত প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩হাজার ৭শ’ ৫৮টি। কমিউনিটি টিকা কেন্দ্রের সংখ্যা ২হাজার ৪শ’ ২৪টি। টিকাদানকারী টিমের সংখ্যা ৩শ’ ১৩টি। সর্বমোট টিকা প্রদানকারী ৬শ’ ১৬জন এবং স্বেচ্ছাসেবী ৯শ’ ১৯জন। সর্বমোট প্রথম সারির তদারককারীর সংখ্যা ৩শ’ ৩জন।