
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যাপক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট-৫ মেগা ফাইনাল”। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আদুভিটি গৈপুর ইয়াং ম্যান্স ক্লাব ট্রাইবেকারে ৪-২ গোলে ঘনিয়ারপাড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
ব্যাপক দর্শকের উপচেপড়া উপস্থিতিতে খেলা উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, যুব সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খাসি কাপের মতো উদ্যোগ তরুণ প্রজন্মকে একত্রিত করে ইতিবাচক সমাজ গঠনে সহায়তা করছে। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনকে উৎসাহ দেওয়া হবে।
খেলার উদ্বোধন ঘোষণা করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও সাহসী করে তোলে। মাঠমুখী তরুণরাই দেশ ও সমাজের গর্ব।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যা বলেন, এই আয়োজন শুধু বিনোদন নয়, এটি সমাজে ঐক্য ও বন্ধুত্বের বার্তা দেয়। তরুণদের সৃজনশীল বিকাশে এমন টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান পৃষ্ঠপোষক ও আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক (নিউরো সার্জারি) ডা. মো. বশির আহাম্মদ খান বলেন, আমি চিকিৎসক হয়েও খেলাধুলার প্রতি গভীর আগ্রহী। যুবকদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। আগামী দিনগুলোতে খাসি কাপ আরও বড় পরিসরে আয়োজন করতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ ও সমাজসেবক মনির হোসেন মোল্যা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মতলব উত্তরে ফুটবলকে ঘিরে মানুষের যে ভালোবাসা, সেটিই এই টুর্নামেন্টকে সফল করেছে। আমরা চাই তরুণরা মাঠে ফিরে আসুক, মোবাইলের পর্দায় নয়, খেলার মাঠেই হোক তাদের আসল আনন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতলব উত্তর স্পোর্টস ক্লাবের পরিচালক শামীম খান।
আপনার মতামত লিখুন