খুঁজুন
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র, ১৪৩২

চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রশাসনে নতুন সিদ্ধান্ত কার্যকর

মিজান লিটন
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রশাসনে নতুন সিদ্ধান্ত কার্যকর

চাঁদপুর শহরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আশরাফ, পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, পৌর সচিব আবুল কালাম ভূইয়া সহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনা শেষে যানজট কমানোর লক্ষ্যে ধাপে ধাপে বেশ কিছু কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভার লাইসেন্সধারী অটোরিকশা লাল ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর সড়কে চলবে।

সিএনজি চালিত অটোরিকশা হলুদ ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর চলবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
তবে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব রঙের সিএনজি ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলতে পারবে।

জরুরি প্রয়োজনে হাসপাতালগামী রোগীবাহী সিএনজি ও অটোরিকশাকে বিশেষ ছাড় দেওয়া হবে। পৌরসভার আওতার বাইরে জেলার অন্যান্য এলাকায় উভয় রঙের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

সভায় সিএনজি, অটোরিকশা ও বাস মালিক-শ্রমিক নেতারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা ও সিএনজি চলাচলের কারণে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সকাল-বিকেলে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এ সময় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন, চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। যানজট শুধু মানুষের সময়ই নষ্ট করছে না, বরং ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরা সবাই মিলে যদি এ সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করি, তবে অল্প সময়েই যানজট নিরসন সম্ভব হবে।

সভায় উপস্থিত সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে নিরসন হবে। তবে সিদ্ধান্তগুলো টেকসই করতে নাগরিক সচেতনতা ও সকল শ্রেণির মানুষের সহযোগিতা অপরিহার্য বলে মত দেন সভায় উপস্থিত প্রতিনিধিরা।

মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আল রশিদ ক্লাবের মতবিনিময়

মোঃ রবিউল আলম
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আল রশিদ ক্লাবের মতবিনিময়

মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মতলব আল রশিদ ক্লাবের পুণর্গঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আল রশিদ ক্লাবের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া,ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম।

এসময় বক্তারা বলেন, মতলব দক্ষিণ উপজেলার পুরোনো একটি ক্রীড়া সংগঠন আল রশিদ ক্লাবটি দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে আবার চালু করার প্রক্রিয়া গ্রহণ করায় সকলেই সন্তোষ প্রকাশ করেন। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা হবে।

সভায় ক্লাব সংক্রান্ত বিভিন্ন বিষয়, পরিকল্পনা বা সমস্যা নিয়ে পারস্পরিক আলোচনা ও মতামত আদান-প্রদান করা হয়। এই ধরনের সভায় সাধারণত ক্লাবের কার্যক্রম, উন্নয়ন বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন আল রশিদ ক্লাবের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আল রশিদ ক্লাবের সহ সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আরেফিন শাওন উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

পরে ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক সচিব এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামালকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আল্ রশিদ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পেয়ে কাঁদলেন উপ-উপাচার্য

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পেয়ে কাঁদলেন উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন আহত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষ বাধলে প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এ সংক্রান্ত একটি ভিডিওতে উপ-উপাচার্য ড. মো. কামাল উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আমি কমপারেটিভলি ভালো আছি। আমার ছাত্ররা সবচেয়ে বেশি আহত। আমরা এখন পর্যন্ত আর্মি-বিজিবির কোনো সাহায্য পাচ্ছি না। প্রত্যেকটা ছাত্রকে তারা দা দিয়ে কোপাচ্ছে। এটা কোন জগতে আছি আমরা? আপনারা আমাদের ছাত্রদের উদ্ধার করুন। আমাদের প্রক্টর, প্রো-ভিসি (একাডেমিক) আহত, আমাদের প্রায় সব শিক্ষক-ছাত্র আহত। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না।’

তিনি বলেন, ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে আমাদের ছাত্রদের মারতেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি, কিন্তু এখনো আমাদের পাশে কেউ নেই।

এসময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত হও। এলাকাবাসী আপনারা শান্ত হোন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে আছি, এই গ্রামের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। অন্য একটি কুচক্রী মহলের ইন্ধনে এ ঘটনা ঘটেছে। এই গেমে কেউ হাত দিয়েন না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। আমরা তোমাদের পাশে আছি। এ ঘটনার বিচার হবে।

ফ্যাসিবাদদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না: শেখ ফরিদ আহমেদ মানিক

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
ফ্যাসিবাদদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না: শেখ ফরিদ আহমেদ মানিক

কল্যাণপুর ইউনিয়নের ১,২ ও ৪নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উত্তর দাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, গত ১৫ বছর কল্যাণপুর ইউনিয়নে এত উন্নয়ন হয়েছে, যে রাস্তার মোটরসাইকেল চলাচল করতে গিয়ে বালুতে আটকে যায়। ফ্যাসিস্ট আওয়ামীলীগ উন্নয়নের নামে লুটপাট করেছে। তারা আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছেন। এতে আমাদের অনেক জরুরি কাগজপত্র নষ্ট ও পুড়ে গেছে। ফ্যাসিবাদদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না। ফ্যাসিবাদদের বাদ দিয়ে সদস্য পদ সংগ্রহ করবেন। নারীরাও সদস্যপদ সংগ্রহ করবেন।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. তাফাজ্জল হোসেন, সদস্য মোশারফ হোসেন সিকদার, পীরজাদা বরকত উল্যাহ খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, দপ্তর সম্পাদক মানিক কাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক সেলিম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।