খুঁজুন
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রশাসনে নতুন সিদ্ধান্ত কার্যকর

মিজান লিটন
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রশাসনে নতুন সিদ্ধান্ত কার্যকর

চাঁদপুর শহরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আশরাফ, পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, পৌর সচিব আবুল কালাম ভূইয়া সহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনা শেষে যানজট কমানোর লক্ষ্যে ধাপে ধাপে বেশ কিছু কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভার লাইসেন্সধারী অটোরিকশা লাল ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর সড়কে চলবে।

সিএনজি চালিত অটোরিকশা হলুদ ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর চলবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
তবে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব রঙের সিএনজি ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলতে পারবে।

জরুরি প্রয়োজনে হাসপাতালগামী রোগীবাহী সিএনজি ও অটোরিকশাকে বিশেষ ছাড় দেওয়া হবে। পৌরসভার আওতার বাইরে জেলার অন্যান্য এলাকায় উভয় রঙের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

সভায় সিএনজি, অটোরিকশা ও বাস মালিক-শ্রমিক নেতারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা ও সিএনজি চলাচলের কারণে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সকাল-বিকেলে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এ সময় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন, চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। যানজট শুধু মানুষের সময়ই নষ্ট করছে না, বরং ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরা সবাই মিলে যদি এ সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করি, তবে অল্প সময়েই যানজট নিরসন সম্ভব হবে।

সভায় উপস্থিত সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে নিরসন হবে। তবে সিদ্ধান্তগুলো টেকসই করতে নাগরিক সচেতনতা ও সকল শ্রেণির মানুষের সহযোগিতা অপরিহার্য বলে মত দেন সভায় উপস্থিত প্রতিনিধিরা।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা
কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বুধবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  modc  ডাঃ  পংকজ চন্দ্র সরকার, নার্সিং সুপার ভাইজার তাসনীমা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স মাকসুদা ও বাসন্তী দেবনাথ,  mt  ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার, ব্রাকের cco অফিসার মোঃ বেলাল হোসেন ও প্রোগ্রাম অফিসার মোঃ সহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।