চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রশাসনে নতুন সিদ্ধান্ত কার্যকর

মিজান লিটন
প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ৬:২৩ অপরাহ্ণ

চাঁদপুর শহরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আশরাফ, পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, পৌর সচিব আবুল কালাম ভূইয়া সহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনা শেষে যানজট কমানোর লক্ষ্যে ধাপে ধাপে বেশ কিছু কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভার লাইসেন্সধারী অটোরিকশা লাল ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর সড়কে চলবে।

সিএনজি চালিত অটোরিকশা হলুদ ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর চলবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
তবে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব রঙের সিএনজি ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলতে পারবে।

জরুরি প্রয়োজনে হাসপাতালগামী রোগীবাহী সিএনজি ও অটোরিকশাকে বিশেষ ছাড় দেওয়া হবে। পৌরসভার আওতার বাইরে জেলার অন্যান্য এলাকায় উভয় রঙের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

সভায় সিএনজি, অটোরিকশা ও বাস মালিক-শ্রমিক নেতারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা ও সিএনজি চলাচলের কারণে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সকাল-বিকেলে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এ সময় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন, চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। যানজট শুধু মানুষের সময়ই নষ্ট করছে না, বরং ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরা সবাই মিলে যদি এ সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করি, তবে অল্প সময়েই যানজট নিরসন সম্ভব হবে।

সভায় উপস্থিত সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে নিরসন হবে। তবে সিদ্ধান্তগুলো টেকসই করতে নাগরিক সচেতনতা ও সকল শ্রেণির মানুষের সহযোগিতা অপরিহার্য বলে মত দেন সভায় উপস্থিত প্রতিনিধিরা।

সম্পাদক ও প্রকাশক : মো. জাকির হোসেন ।  কপিরাইট © দৈনিক আলোকিত চাঁদপুর

প্রিন্ট করুন