মতলব দক্ষিণ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
সভায় আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, মতলব পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আলম, মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা ডায়াগনস্টিক ও প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, এনসিপির মতলব দক্ষিণ উপজেলার সমন্বয়ক ডিএম আলাউদ্দিন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সভাপতি গনের ভৌমিক, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,বনিক সমিতির নেতৃবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত সভায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদকে ৬ষ্ঠ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক বিভাগের পাশাপাশি জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলার চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে যিনি অপরাধী তার শাস্তির জন্য সামাজিক ভাবে ধর্মীয় সংগঠনগুলো তাদের দাবী আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী দিতে পারেন। কিন্তু ধ্বংসাত্মক কাজ করে করে আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না।
এছাড়া বিভিন্ন ফেইক আইডি থেকে অসম্মানজনক ছবি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন এবং মতলব সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম রোধে কার্যকরী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হয়।
আপনার মতামত লিখুন