খুঁজুন
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২

৩১ শয্যার জনবলও নেই ৫০ শয্যা হাসপাতালটিতে

চিকিৎসা দরকার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’রই

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি ॥
প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
চিকিৎসা দরকার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’রই

পৌরসভা ও ১৫টি ইউনিয়নের উপজেলা চাঁদপুরের ফরিদগঞ্জ। ৬ লক্ষাধিক মানুষের বসবাসের এ উপজেলায় গড়ে দৈনিক ৪ থেকে ৫শত রোগী সেবার প্রয়োজন হয়, বিত্তশালী রোগীরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিলেও দরিদ্র রোগীদের চিকিৎসার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বাহির থেকে চোখ জুড়ানো উন্নত মানের অবকাঠামো থাকলেও হাসপাতালটি রয়েছে চরম সংকটে। ঔষধ ও চিকিৎসকসহ জনবল অভাব, যন্ত্রপাতি বিকল, অব্যবস্থাপনায় কোনো রকমে চলছে কাগুজের ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে স্থানীয়দের, এতে ক্ষোভ বাড়ছে রোগী ও স্বজনদের।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, ষাটের দশকে স্থাপিত হাসপাতালটি ২০২১ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে ৫০ শয্যার অবকাঠামো উন্নয়ন হলেও জনবল অনুমোদন না হওয়ায় ৩১ শয্যার জনবল দিয়ে চলছিল এ হাসপাতালটি। বর্তমানে ৩১ শয্যার হাসপাতাল হিসেবে মোট ৩৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন অর্ধেক চিকিৎসক। তাঁদের মধ্যে আবার বেশ কয়েকজন সাব-সেন্টার থেকে প্রেষণে এসে এখানে রয়েছেন। সেই সঙ্গে এখানকার কয়েকজন প্রেষণে অন্যত্র কাজ করছেন। ৫০ শয্যার হাসপাতালের জনবলকাঠামো অনুমোদন হলে হাসপাতালটিতে চিকিৎসকসহ কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা বেড়ে হবে ১১৩ জন।

আধুনিক এক্সরে মেশিন চললেও অচল অক্সিজেন লাইন এবং নানাহ অজুহাতে আলট্রাসোনোগ্রাম মেশিন। যার কারণে রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব পরিস্থিতির কারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন। অভাব রয়েছে অপারেশন থিয়েটারের বেশ কিছু যন্ত্রপাতি ও জনবলের। এ কারণে স্থানীয় জনগণ সঠিক সময় ও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না এবং তারা বেসরকারি ক্লিনিকগুলোতে গিয়ে অধিক খরচে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

কাউনিয়া এলাকা থেকে আসা রোগী নাজমুন্নাহার (৩২) বলেন, আমি গাইনি ডাক্তারের কাছে আসছি, আলট্রাসোনোগ্রাম দিয়েছে। হাসপাতালের আলট্রাসোনোগ্রাম মেশিন নাকি নষ্ট, তাই বেশি টাকা দিয়ে বাহির থেকে পরীক্ষা করিয়েছি।

গাব্দেরগাঁও এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী সুমাইয়া বেগম (৪৮), ইয়াকুব মিয়া (৪০) ও কমলকান্দি থেকে আসা বিল্লাল হোসেন (৩৭)সহ আরো বেশ কয়েকজন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি রোগ নির্ণয় করে বড় ডাক্তারের চিকিৎসা নিতে। দু’একটা পরীক্ষা হাসপাতালে করিয়েছি। টাকা নিছে, কিন্তু রিসিট দেয়নি। আলট্রাসোনোগ্রামসহ বাকি পরীক্ষা গুলো বাহিরে করিয়েছি বেশি টাকা খরচ করে। তাও ভালো লাগতো, যদি হাসপাতালে ঔষধ পেতাম। গ্যাস্ট্রিকের ঔষধও নেই হাসপাতালে। মনে হচ্ছে হাসপাতাল এখন নিজেই অসুস্থ।

আব্দুল আহাদ নামে আরেক রোগী বলেন, আমার অনেকদিন যাবত এলার্জিসহ নানান রোগে ভুগছি। স্থানীয় দোকান থেকে ঔষধ কিনে খেয়েছি, ভালো হয়না। হাসপাতালে এসেছি বড় ডাক্তার দেখাতে, কিন্তু এই রোগের চিকিৎসক নেই। পরে অন্য ডাক্তার দেখিয়েছি, হাসপাতালে ঔষধ নেই, বাহির থেকে ঔষধ কিনেছি। তাহলে এত কষ্ট করে হাসপাতালে এসে কি লাভ হলো?

স্থানীয় বেশ কয়েকজন জানান, এখানকার রোগীরা চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিকগুলোতে যেতে বাধ্য হচ্ছেন, যেখানে চিকিৎসা খরচ তুলনামূলকভাবে বেশি। রোগীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হলে আগে হাসপাতালটিকে চিকিৎসা করা দরকার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে জনবল, চিকিৎসক ও ঔষধ সংকট রয়েছে। সকল বিষয় সমাধানের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে চিঠি লিখেছি, আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে।

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।