খুঁজুন
বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১ আষাঢ়, ১৪৩২

পৈত্রিক সম্পত্তি হারানোর শঙ্কায় ফরিদগঞ্জের প্রবাসী আরিফ

আনিসুর রহমান সুজন
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
পৈত্রিক সম্পত্তি হারানোর শঙ্কায় ফরিদগঞ্জের প্রবাসী আরিফ

গত দুই যুগেরও বেশি সময় ধরে জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে চাকুরি করে এদেশের জন্য রেমিট্যান্স পাঠাচ্ছেন ফরিদগঞ্জের প্রবাসী আরিফ। বাড়িতে একমাত্র ভাই থাকলেও তিনিও শারিরিক প্রতিবন্ধী হওয়ায় তাকেও দেখভাল করার কেউ নেই। ফলে নিজের পৈত্রিক সম্পত্তি দেখশোনা করার জন্য তিনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসার পর পৈত্রিক সম্পত্তি কাগজপত্র হালনাগাদও করেছেন। তারপরও তার সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে তিনি নিজের পৈত্রিক ভুমির উপর নিজেই মালিকানা সত্ত্ব নিশ্চিতে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার রূপাসা বাজারের।

সাইনবোর্ড লাগানোর কথা জানিয়ে ভুক্তভোগী প্রবাসী আরিফুর রহমান বলেন, রূপসা মৌজার সিএস ওয়ারিশ সূত্রে মালিক শর্তে বি এস ফাইনাল হওয়ার পরেও নিজেদের প্রকৃত মালিকানা থেকে বঞ্চিত শঙ্কায় আমি আমার পরিবারের পক্ষে রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে সংলগ্ন ভূইয়া বাড়ির সম্পত্তিতে সাইনবোর্ড লাগিয়েছি।
তিনি জানান, তার পিতা নূর মিয়া ও তার দুই ভাই মালিক হন ২৭ শতক জমির। সেই অনুযায়ী ১৪০ নং রূপসা মৌজার সিএস ৮ নং খতিয়ানে দাগ ১৭১৩ আর এস ২৩ খতিয়ান এবং বিএস চূড়ান্ত ৩১৪১ দাগে খারিজি ৩৪৪৩ তার পিতা নূর মিয়া মালিক হন ৯ শতক জমির। এর মধ্যে দুই শতক জমি বিক্রি করার পরে অবশিষ্ট ৭ শতক জমির সকল বৈধ কাগজপত্র আমাদের নামে রেকর্ড রয়েছে। ওই জমির আমি খারিজ সম্পন্ন করে নিয়মিত খাজনাও পরিশোধ করছি। এবার দেশে আসার পর জেনেছি আমার চাচাতো ভাই গোলাম মাওলার ওয়ারিশরা হিস্যার বাইরে গিয়ে আমার অর্বতমানে আমাদের সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিয়েছে। যা আইনগত ভাবে সঠিক নয়।

আরিফুর রহমানের নিকাটাত্মীয় রবিউল ইমাম বাবু জানান, আরিফুর রহমানের পৈত্রিক সম্পত্তির কাগজপত্র সঠিক রয়েছে। কিন্তু কোনভাবেই যেন একজন প্রবাসী দেশে না থাকার সুযোগে নিজের জন্মভূমিতে নিজের সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সেটাই কাম্য।

বর্তমান এই জমির মালিকানা দাবি করা আশরাফুল আলম ও মাওলানা মোস্তফা কাজী জানান, তারা ওই জমি ক্রয় সূত্রে মালিক।
স্থানীয়রা জানান, আশরাফুল আলম ও মোস্তফা কাজী মালিকানা স্বত্ত্বাবিহীন কাগজপত্র দিয়ে জমি ক্রয়ের কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে।

আরিফুর রহমানের ভাতিজা মৃত গোলাম মাওলার ওয়ারিশ গোলাম মাহমুদ গংদের না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শাহরাস্তি আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল ঢাকায় আটক

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
শাহরাস্তি আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল ঢাকায় আটক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের শাহরাস্তি উপজেলা সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষারকে ঢাকায় আটক করে ডিবি পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১ টায় ঢাকাস্থ নাখালপাড়ার বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তাকে ডিবি পুলিশ আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। এছাড়াও ৫ আগস্টের পর শাহরাস্তি থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

মতলব উত্তরে ইয়াবা সহ আটক এক

আলআমীন পারভেজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
মতলব উত্তরে ইয়াবা সহ আটক এক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে অবস্থিত মতলব সেতুর পশ্চিম পার টোলপ্লাজা এলাকায় মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৪৬৫ পিস ইয়াবা সহ একজন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি কুমিল্লা কোতয়ালীর মোঃ মাইনউদ্দিন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হকের নির্দেশে মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মাদকসেবীকে আটক করেন।

চাঁদপুরের মাদকসম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক গ্রেপ্তার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
চাঁদপুরের মাদকসম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক গ্রেপ্তার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব হাসা গ্রামের মাদক সম্রাট মোবারক পাটোয়ারী (৪৭)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত চাঁদপুর সদর ও ফরিদগঞ্জের মাদকের বড় বড় চালান পাচার করার সাথে জড়িত ছিল এই মাদক ব্যবসায়ী মোবারক পাটোয়ারী। এছাড়া ও সে ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম, জমি দখল,মাদক ব্যবসা সহ এলাকার মানুষকে নানান ভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই বিষয়ে তৎকালীন সময়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ প্রচার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের ডিবির এসআই মাজাহার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপান সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) রাতে খবর পেয়ে গোয়ালভাওর বাজার এলাকা থেকে মোবারক পাটোয়ারীকে আটক করতে সক্ষম হয়।

ডিবি পুলিশের হাতে আটক হওয়া মোবারক পাটোয়ারী উত্তর হাসা গ্রামের মৃত জব্বর পাটোয়ারী ছেলে।

চাঁদপুরের বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় মোবারক পাটোয়ারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠায় চাঁদপুর সদর সডেল থানা পুলিশ।

আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক পাটোয়ারী গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

এদিকে মোবারক পাটোয়ারীকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক নেতাকর্মী ও শীর্ষ মাদক কারবারিরা তদবির করেও ব্যর্থ হয় বলে জানা যায়।