খুঁজুন
সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ, ১৪৩২

কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রায় ২ হাজার শিক্ষা উপকরন ও ডায়েরী উপহার দেয়া হয়েছে।

তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফার চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলার লক্ষে সোমবার দুপুরে কচুয়ার কৃতি সন্তান, অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি: মোঃ হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরন দেয়া হয়।

শিক্ষা সামগ্রী বিতরণকালে বিএনপি নেতা ইঞ্জি: মোঃ হাবিবুর রহমান বলেন, তারেক রহমান বিশ্বের আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে সচেষ্ট ও সক্ষম শিক্ষাব্যবস্থা গড়ে তুলবেন।

তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে, যাতে তারা পৃথিবীর যেকোন দেশে গিয়ে চলতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্তা নেয়া হবে।

এ সময় বিএনপি নেতা হাজী আবুল খায়ের, তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মোল্লা, জাহাঙ্গীর হোসেন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি পালাখাল উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ভবনের সামনে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করেন।

অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা আবুল ডাক্তারের দাফন সম্পন্ন

মিজান লিটন
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা আবুল ডাক্তারের দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা বারের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা শহরের পুরাণবাজার পূর্ব জাফরাবাদ গাজীবাড়ী নিবাসী আলহাজ্ব আবুল হোসেন গাজী (৭৯) আবুল ডাক্তার রোববার (১১ মে ) রাত ৮ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত বুকের ব্যাথাজনিত রোগে ভুগছিল। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল।

তিনি চার ছেলে এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনোগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ মে) বাদ যোহর পুরান বাজার পূর্ব জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের।

এ সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক সহ সিনিয়র আইনজীবীগণ ও এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। পরে পারিবার কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

মতলবে এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

আলআমীন পারভেজ
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
মতলবে এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ‘প্রোগ্রেসিভ ফোরাম’ এর আয়োজনে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে মরহুম বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত মতলব উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১ মে ঢাকার মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (আইডিইবি) ভবনে ‘প্রোগেসিভ ফোরাম’ সহ মতলব উত্তরের দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর বড় ছেলে মেহেদী হাসান সবুজ তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

‘প্রোগেসিভ ফোরাম’ সংগঠনটির সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার খোরশেদ আলম ও বশির আহম্মেদ এর উপস্থাপনায় শোক সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি, অধ্যাপক ডাঃ শামীম আহমেদ, ডাঃ সরকার মাহবুব আলম শামীম, অধ্যক্ষ জাকির হোসেন জামাল, লায়ন বেনজির আহম্মেদ, এ্যাড, বোরহানউদ্দিন, ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু, কর্নেল (অবসরপ্রাপ্ত) ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এর সভাপতি মতিউর রহমান ঝন্টু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, বশির আহম্মেদ খান, এসএম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম প্রধান সহ আগত অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর ভাগিনা আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জস্থ হোয়াইট হাউজের কর্ণথার কাউসার আলম, পূর্বান ঢালী, ওহেদুল ইসলাম, কবির সরকার, দুলাল মেম্বার, সাদুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: কাইয়ুম মুন্সি প্রমুখ।

আলোচনায় সকলে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, আল্লাহ যেন এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান কে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন।

পরিশেষে, মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, মাহফিল ও মোনাজাত করা হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হয়।

মতলবের বাইশপুরে উন্নয়ণ কাজের উদ্ধোধন

মো. রবিউল আলম
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
মতলবের বাইশপুরে উন্নয়ণ কাজের উদ্ধোধন

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক আমজাদ হোসেন বলেছেন, জনকল্যাণ নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত কাজ করতে হবে। মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর বাইশপুর গ্রামের রাস্তার কার্পেটিং কাজের উদ্ধোধন করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ঠিকাদার দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করলে জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব। মতলব পৌরসভার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে কাজের মান নিয়ে ঠিকাদারের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইউএনও আমজাদ হোসেন। কাজ করে অধিক লাভ করতে হবে এমন মানসিকতা যার মধ্যে থাকবে সে কখনো একজন ভাল ঠিকাদার হতে পারবে না এবং ওইসব লোকদের ঠিকাদারী করাও ঠিক না।

স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের এলাকার কাজ ভাল মন্দ হয় কি-না তা দেখার দায়িত্ব আপনাদের। নিন্মমানের কাজ হলে আমাদেরকে জানাবেন।

উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ও মতলব পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোহাম্মদ সালেহ আহমেদ, মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, আই ইউ জি আই পি প্রকল্পের সহকারী প্রকৌশলী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রতন মিয়া, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাজের ঠিকাদার মোঃ জহিরুল হক জহির, ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর কনস্ট্রাকশনের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজি প্রমুখ।

উল্লেখ্য, আই ইউ জি আই পি প্রকল্পের আওতায় মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের চাঁন মিয়া বাড়ী হতে অতিরিক্ত সচীব আবুল হোসেন বেপারী বাড়ী হয়ে হামিদ মৃধা বাড়ী পর্যন্ত সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ১৩২৭ মিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্ধোধন করা হয়।কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর কনস্ট্রাকশন।