কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন


কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে প্রায় ২ হাজার শিক্ষা উপকরন ও ডায়েরী উপহার দেয়া হয়েছে।
তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফার চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলার লক্ষে সোমবার দুপুরে কচুয়ার কৃতি সন্তান, অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি: মোঃ হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরন দেয়া হয়।
শিক্ষা সামগ্রী বিতরণকালে বিএনপি নেতা ইঞ্জি: মোঃ হাবিবুর রহমান বলেন, তারেক রহমান বিশ্বের আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে সচেষ্ট ও সক্ষম শিক্ষাব্যবস্থা গড়ে তুলবেন।
তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে, যাতে তারা পৃথিবীর যেকোন দেশে গিয়ে চলতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্তা নেয়া হবে।
এ সময় বিএনপি নেতা হাজী আবুল খায়ের, তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মোল্লা, জাহাঙ্গীর হোসেন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি পালাখাল উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ভবনের সামনে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করেন।
আপনার মতামত লিখুন