খুঁজুন
সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ, ১৪৩২

জেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে চলছে দানব ট্রাক্টর ও ভটভটি

শওকত আলী
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
জেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে চলছে দানব ট্রাক্টর ও ভটভটি

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও সদরে অবৈধ ভাবে যন্ত্রচালিত মালবাহী বাহনের কারনে কোটি কোটি টাকায় নির্মিত ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদপুর জেলার অধিকাংশ গ্রামীণ সড়কগুলো। একই সাথে এ সব নিয়ন্ত্রণহীন বাহনের কারণে দুর্ঘটনাও বাড়ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন এসব বাহনের বিরুদ্ধে অতিদ্রুত সময়ের মধ্যে প্রদক্ষেপ নেওয়া হবে।

জেলার বিভিন্ন স্থানে সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, ফরিদগঞ্জ, হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার গ্রামীণ সড়কে অবাধে চলছে সেচ যন্ত্রচালিত অবৈধ যানবাহন নামক ভটভটি। এছাড়া গ্রামীণ সড়কগুলোতে বেপরোয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে বালু, মাটি ও ইটবাহী ট্রাক্টর গুলো।

জমিতে আবাদি কাজের জন্য ব্যবহৃত এসব ট্রাক্টরের কারণে বিভিন্ন সময়ে ঘটছে বড় বড় দুর্ঘটনা। স্থানীয় পরিবহন শ্রমিকদের অভিযোগ, পুলিশের সামনে দিয়ে এসব নিষিদ্ধ যান চলাচল করলেও এগুলো বন্ধ করার জন্য নেয়া হচ্ছে না স্থায়ী কোনো আইনগত পদক্ষেপ।

আঞ্চলিক মহাসড়কসহ ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রধান সড়কে যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন চলছে সেচযন্ত্র চালিত অবৈধ ভটভটি। শ্যালো ইঞ্জিন ব্যবহার করে স্থানীয়ভাবে এসব অবৈধ যানবাহন তৈরি করা হচ্ছে। তাদের নেই কোনো যান্ত্রিক ফিটনেস ও আইনিগত বৈধতা।

শাহরাস্তি উপজেলার স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পরিবহন ব্যয় কমাতে ট্রাক ও পিকআপের বিকল্প এ বাহনে বালু, সিমেন্ট, কাঠ, সবজিসহ বিভিন্ন পন্য বহনে ব্যবহার হচ্ছে এ যন্ত্রচালিত দানব।

এছাড়া গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। কৃষি কাজের জন্য ভর্তুকি দিয়ে কেনা ইঞ্জিনের পেছনে ট্রলি সংযোগ করে ট্রাকের বিকল্প পন্য পরিবহনে এ যানের ব্যবহা করা হচ্ছে। বিভিন্ন ইটভাটায় মাটি সরবারাহের কৃষি জমির টপ সয়েল বিক্রি ও জমির মাঝেই নিজস্ব রাস্তা তৈরি করে ট্রাক্টর চলাচল করে।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. নাহিদ হোসেন জানান, সড়কে বিভিন্ন যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলা ভটভটি ও ট্রাক্টর নামক দানবের কারণে প্রায়ই বিভিন্ন দূর্ঘটনা ঘটছে। বাস বা অটোরিকশায় চড়েও এসব যানবাহন দেখে যাত্রী সাধারন আঁতকে উঠতে হয়।

হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা মামুন মিয়া জানান, ট্রাক্টরগুলো বন্ধ হচ্ছে না ইটভাটা মালিকদের ব্যক্তিগত লাভের জন্য। তারা এই দানব বাহনকে জমি থেকে মাটি কাটার কাজে বেশি ব্যবহার করতে দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করলে এসব বাহন সড়ক চলতে পারবে না।

হাইমচর উপজেলার মহজমপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ট্রাক্টর চলাচলে বিগত পুলিশ সুপার শামছুন্নাহারের সময় এ দানব ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এরপর কয়েক বছর বন্ধ থাকলেও এখন আবার সড়কে চলছে এসব যন্ত্রচালিত বাহন। এসব বাহন বন্ধ না করলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামিণ সড়কগুলো নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মূখে পড়বে।

শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকার পরিবহন শ্রমিক আহসান হাবিব বলেন, ভটভটি দিয়ে বিভিন্ন মালামাল ও তরিতরকারি আনা-নেয়া করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে সড়কে অবৈধ ও অনিরাপদ এসব যান চলাচল করছে। খরচ বাঁচাতে মিনি ট্রাকের বিকল্প হিসেবে এই যানবাহন ব্যবহার করা হয়। এসব গাড়ির ব্রেক সিস্টেম ভালো না। নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটেই চলছে। এই যানবাহন চালকদের নেই কোনো ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স। অনেক সময় মালপত্রসহ গাড়ি উল্টে পড়ে যত্রতত্র।

মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী বলেন, প্রতিটি যানবাহন বাজারে আসার আগে তাদের গতি, বেগ ও ব্রেকিং সিস্টেম বুয়েটে পরীক্ষা করে অনুমোদন নেয়া হয়ে থাকে। স্থানীয় ভাবে তৈরি করা এসব যানবাহন যথাযথ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে না থাকায় পদার্থ বিজ্ঞানের ভাষায় এগুলো কোন বাহনের পর্যায়ে পড়ে না।

ফরিদগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই সভাপতি মো. বারাকাত উল্লাহ পাটওয়ারী বলেন, ট্রাক্টরে মাল পরিবহন ও চলাচল বন্ধে বহুবার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ কঠোর না হওয়ায় এসব দানব যান বাহন বন্ধ হচ্ছে না। সম্মিলিত প্রচেষ্টায় এসব বাহনের লাগাম টেনে ধরা দরকার।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ট্রাক্টরসহ অবৈধ যান চলাচল বন্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসব যান স্থায়ীভাবে বন্ধে পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, চাষাবাদের কাজে ব্যবহৃত যন্ত্র চালিত এসব বাহন কোনভাবেই সড়কে চলার অনুমতি নেই। জেলার যেসব থানা ও উপজেলায় এ ধরনের যানবাহন চলাচল করে, ওই সব থানার ওসি এবং ট্রাফিক পুলিশকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত নির্দেশনা দেওয়া হবে।

অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা আবুল ডাক্তারের দাফন সম্পন্ন

মিজান লিটন
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা আবুল ডাক্তারের দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা বারের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা শহরের পুরাণবাজার পূর্ব জাফরাবাদ গাজীবাড়ী নিবাসী আলহাজ্ব আবুল হোসেন গাজী (৭৯) আবুল ডাক্তার রোববার (১১ মে ) রাত ৮ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত বুকের ব্যাথাজনিত রোগে ভুগছিল। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল।

তিনি চার ছেলে এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনোগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ মে) বাদ যোহর পুরান বাজার পূর্ব জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের।

এ সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক সহ সিনিয়র আইনজীবীগণ ও এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। পরে পারিবার কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

মতলবে এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

আলআমীন পারভেজ
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
মতলবে এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ‘প্রোগ্রেসিভ ফোরাম’ এর আয়োজনে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে মরহুম বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত মতলব উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১ মে ঢাকার মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (আইডিইবি) ভবনে ‘প্রোগেসিভ ফোরাম’ সহ মতলব উত্তরের দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর বড় ছেলে মেহেদী হাসান সবুজ তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

‘প্রোগেসিভ ফোরাম’ সংগঠনটির সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার খোরশেদ আলম ও বশির আহম্মেদ এর উপস্থাপনায় শোক সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি, অধ্যাপক ডাঃ শামীম আহমেদ, ডাঃ সরকার মাহবুব আলম শামীম, অধ্যক্ষ জাকির হোসেন জামাল, লায়ন বেনজির আহম্মেদ, এ্যাড, বোরহানউদ্দিন, ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু, কর্নেল (অবসরপ্রাপ্ত) ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এর সভাপতি মতিউর রহমান ঝন্টু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, বশির আহম্মেদ খান, এসএম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম প্রধান সহ আগত অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর ভাগিনা আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জস্থ হোয়াইট হাউজের কর্ণথার কাউসার আলম, পূর্বান ঢালী, ওহেদুল ইসলাম, কবির সরকার, দুলাল মেম্বার, সাদুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: কাইয়ুম মুন্সি প্রমুখ।

আলোচনায় সকলে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, আল্লাহ যেন এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান কে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন।

পরিশেষে, মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, মাহফিল ও মোনাজাত করা হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হয়।

মতলবের বাইশপুরে উন্নয়ণ কাজের উদ্ধোধন

মো. রবিউল আলম
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
মতলবের বাইশপুরে উন্নয়ণ কাজের উদ্ধোধন

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক আমজাদ হোসেন বলেছেন, জনকল্যাণ নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত কাজ করতে হবে। মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর বাইশপুর গ্রামের রাস্তার কার্পেটিং কাজের উদ্ধোধন করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ঠিকাদার দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করলে জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব। মতলব পৌরসভার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে কাজের মান নিয়ে ঠিকাদারের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইউএনও আমজাদ হোসেন। কাজ করে অধিক লাভ করতে হবে এমন মানসিকতা যার মধ্যে থাকবে সে কখনো একজন ভাল ঠিকাদার হতে পারবে না এবং ওইসব লোকদের ঠিকাদারী করাও ঠিক না।

স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের এলাকার কাজ ভাল মন্দ হয় কি-না তা দেখার দায়িত্ব আপনাদের। নিন্মমানের কাজ হলে আমাদেরকে জানাবেন।

উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ও মতলব পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোহাম্মদ সালেহ আহমেদ, মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, আই ইউ জি আই পি প্রকল্পের সহকারী প্রকৌশলী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রতন মিয়া, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাজের ঠিকাদার মোঃ জহিরুল হক জহির, ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর কনস্ট্রাকশনের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজি প্রমুখ।

উল্লেখ্য, আই ইউ জি আই পি প্রকল্পের আওতায় মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের চাঁন মিয়া বাড়ী হতে অতিরিক্ত সচীব আবুল হোসেন বেপারী বাড়ী হয়ে হামিদ মৃধা বাড়ী পর্যন্ত সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ১৩২৭ মিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্ধোধন করা হয়।কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর কনস্ট্রাকশন।