অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা আবুল ডাক্তারের দাফন সম্পন্ন


চাঁদপুর জেলা বারের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা শহরের পুরাণবাজার পূর্ব জাফরাবাদ গাজীবাড়ী নিবাসী আলহাজ্ব আবুল হোসেন গাজী (৭৯) আবুল ডাক্তার রোববার (১১ মে ) রাত ৮ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত বুকের ব্যাথাজনিত রোগে ভুগছিল। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল।
তিনি চার ছেলে এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনোগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১২ মে) বাদ যোহর পুরান বাজার পূর্ব জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের।
এ সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক সহ সিনিয়র আইনজীবীগণ ও এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। পরে পারিবার কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন