খুঁজুন
রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ, ১৪৩২

মতলব উত্তরে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের দাওয়াতি কাজ সম্পন্ন

মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
মতলব উত্তরে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের দাওয়াতি কাজ সম্পন্ন

মতলব উত্তরে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের দাওয়াতি কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে বাগান বাড়ির কালির বাজারে মতলব উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাসারের নেতৃত্বে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীবৃন্দ এই দাওয়াতি কাজ সম্পন্ন করেন।

উক্ত দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠানে অধ্যাপক দেওয়ান আবুল বাসার ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা বলেছিল ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আমি বলি ধর্ম যার উৎসবও তার। আপনারা যেমন আমার রবকে মানবেননা ; আমিও তেমনি আপনাদের রবকে রব হিসেবে মানিনা। শেখ হাসিনা মূলত আপনাদের সাথে প্রতারণা করেছেন এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এইসব কথা বলতেন। আপনারা যে যার ধর্ম নিরাপদে পালন করবেন এই পরিবেশ প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক নাজির আহমেদ, বাগান বাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এইচএম মিজানুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর সহ-সভাপতি মাওলানা সাখওয়াত হোসেন, রিপন খান, সাইফুল ইসলাম, আবু সাইদ, সুজন মিয়া,সায়েম মোল্লা প্রমুখ।©

এসএসসি ৯৩’ব্যাচ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আলআমীন পারভেজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
এসএসসি ৯৩’ব্যাচ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‘বন্ধুর জন্য বন্ধু’ এই স্লোগানে আমাদের ভালোবাসা ‘৯৩ এসএসসি ব্যাচ- ১৯৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ৯ মে ঢাকার অদূরে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (আইডিইবি) ভবনে সকাল ৮টা হতে সমগ্র বাংলাদেশ থেকে এসএসসি ৯৩ ব্যাচের প্রায় পাঁচশতের অধিক বন্ধু অংশগ্রহণ করে বন্ধুদের পূর্নমিলনী ইতিহাসে এক বিরল ঘটনার জন্ম দিল। দেশব্যাপী স্কুলের ব্যাচভিত্তিক বন্ধুদের নিয়ে এটা ছিল এক বিশাল আয়োজন।

দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগ আপ্লূত হয়ে পড়েন। খোঁজ খবর নেন পুরনো বন্ধু ও তাদের পরিবার পরিজনের। এসময় অনেকেই স্কুল জীবনের স্মৃতিচারণায় মেতে উঠেন। বহুদিন পরে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেয় অনেকেই। অনেক চেহারা চেনা মনে হলেই পরিচয় জেনে নিশ্চিত হয়ে তিনিই সেই স্কুল বন্ধু। অনেকেই চিৎকার দিয়ে বলে দেয় ‘আরে তুই’। এভাবেই পুরো হলরুম যেন একটা মিলনমেলায় পরিণত হয়।

এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা বন্ধু। সারাদিন গল্প আড্ডায় মেতে সময় পার করেন বন্ধু ও স্বজনেরা। দীর্ঘদিন পরে পূর্ব পরিচিত মুখ গুলো নতুন করে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

সারাদেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়েছে। মতলব উত্তর উপজেলার এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মফিজুর রহমান খাঁন বাবু, সায়েদুল হক সিকদার মুকুল, জাকির ভিক্টোরি, জাকির প্রধান, আহসান সরকার, কবির হোসেন, মুক্তার প্রধান, আলাউদ্দিন সরকার, ইসহাক ফারুকী, সালাম বাদল, লুৎফর রহমান, এ্যাডভোকেট জসিম, ফেরদৌস মিয়া,আলী আফজাল সরদার জনি, সফিকুল ইসলাম প্রমুখ।

আমাদের ভালোবাসা ‘৯৩ এসএসসি ব্যাচ- ১৯৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সকালের নাস্তা, দুপুরে খাবার ও বিকালে নাস্তা শেষ করে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে রেফেল ড্রয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সাইবার স্পেস-সহ আ’লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
সাইবার স্পেস-সহ আ’লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১০ মে শনিবার এই সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলেও জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

“উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে,” বলা হয় বিবৃতিতে।

আরো জানানো হয়েছে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

উপাদী দক্ষিণে ফ্রি স্বাস্থ্যসেবা পেলো ৫ শতাধিক মানুষ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
উপাদী দক্ষিণে ফ্রি স্বাস্থ্যসেবা পেলো ৫ শতাধিক মানুষ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ দেয়া হয়েছে। শনিবার (১০ মে) সকালে ইউনিয়নের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর প্রাণবন্ত সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী, ইউনিয়নের পশ্চিম বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব খান, ডা. এম আর সায়মন, ডা. বিজয় সরকার।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ও সভাপতি সোলাইমান পাটওয়ারী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন হোসেন বকাউল প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সংগঠনের সহ সভাপতি আবু সুফিয়ান, নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন খান, সহ সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ কোষাধ্যক্ষ আল আমিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুক্তা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিত তালুকদার, সদস্য ফয়সাল হোসেন, কবির হোসেন, মিনহাজুল ইসলাম, আহাদ হোসেন, সানজিদ, নিরব ও মিরাজ সহ বিভিন্ন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় এর একদল স্কাউট সদস্য এবং একঝাঁক তরুন তরুনীর সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল থেকে আগত ডা. এম আর সায়মন, ডা. মোঃ আল আমিন, ডা. আবু আসিফ সিদ্দিকী, ডা. বিজয় সরকার, ডা. আবু সাঈদ সরকার, ডা. অমিত ভট্টাচার্য, ডা. রাকিবুজ্জামান খান, ডা. মোঃ নাছির উদ্দিন ও ডা. কামরুল হাসান রিপন।

এদিন বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটি। এর আগেও একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এবং অতিথিবৃদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।